For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ উদ্যোগ ইন্ডিয়া কি উড়ান, তুলে ধরা হবে ৭৫ বছরের ইতিহাসকে

Google Oneindia Bengali News

কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং সংস্কৃতি মন্ত্রক, গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ও গুগল আর্ট এবং কালচারের উদ্যোগে ৫ জুলাই '‌ইন্ডিয়া কি উড়ান'‌ নামে একটি প্রকল্পের উদ্বোধন করেছেন। এই প্রকল্পটির উদ্যোক্তা হলো গুগল আর্ট অ্যান্ড কালচার। এই উদ্যোগের লক্ষ্য হল গত ৭৫ বছরে দেশ যা কিছু অর্জন করেছে তা উদযাপন করা এবং এই প্রকল্পের থিম হিসাবে তুলে ধরা হবে দেশের অটল ও অবিরাম ক্ষমতাকে।

ইন্ডিয়া কি উড়ান আসলে কী

ইন্ডিয়া কি উড়ান আসলে কী

একদিকে যেমন দেশ ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করছে তেমনি গুগলও সংস্কৃতি মন্ত্রকের সঙ্গে হাত মিলিয়ে সরকারের বছরব্যাপী '‌আজাদি কা অমৃত মহোৎসব'‌-কে সমর্থন করার জন্য ১৯৪৭ সাল থেকে ভারতীয়দের অবদান এবং ভারতের বিবর্তন প্রদর্শন করে একটি তথ্যপূর্ণ অনলাইন প্রজেক্ট তৈরি করার কথা ঘোষণা করেছে। গুগল আর্ট ও কালচারের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সিমন রেইন এ প্রসঙ্গে বলেন, 'চিত্রকরদের দ্বারা প্রদর্শিত শৈল্পিক প্রতিভার সঙ্গে সমৃদ্ধ আর্কাইভাল বিষয়বস্তুকে একত্রিত করে তুলে ধরা হবে।'‌ জানা গিয়েছে, ডিজিটাল কালেকশনের প্রতিনিধিরা এর ভেন্যু প্রস্তুত করবেন। ঘুড়ির আকারে হবে ডিজিটাল স্ক্রিন, সঙ্গে থাকবে বর্ধিত বাস্তব অভিজ্ঞতা সহ ছবি, এবং অন্যান্য প্রযুক্তি-চালিত অভিজ্ঞতা।

দেশবাসীর কাছে অজানা ইতিহাস তুলে ধরা

দেশবাসীর কাছে অজানা ইতিহাস তুলে ধরা

স্বাধীনতার ৭৫ বছরে দেশের ইতিহাস অগ্রগতি ঐতিহ্যকে সাধারণের সামনে তুলে ধরার জন্য সেই সঙ্গে গত ৭৫ বছরের নানান অজানা গল্পকে তুলে ধরাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। রেইন জানিয়েছেন গত ৭৫ বছরে ভারতের অবিশ্বাস্য সফরকে ব্যাখা করতে আশাবাদী রূপক হিসাবে ব্যবহৃত হবে এই ঘুড়ি এবং শুধু তাই নয় বাড়িতে বসে সাধারণ মানুষকে শিক্ষিত করে তোলা ছাড়াও যারা বারতের নয় কিন্তু দেশের ইতিহাস সম্পর্কে জানতে ইচ্ছুক, তাদের সহায়তা করবে এটি। এই ওয়েবসাইটে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ২ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে গুগল। ১৯৪৭ সাল থেকে এখনও পর্যন্ত দেশের সব উল্লেখযোগ্য ঘটনা এই ভিডিওতে জায়গা করে নিয়েছে। এই ভিডিও দেখার সময় যে কোন ভারতবাসীর গায়ে কাঁটা দেবে।

পড়ুয়াদের জন্য বিশেষ প্রতিযোগিতা

পড়ুয়াদের জন্য বিশেষ প্রতিযোগিতা

গুগল এক বিশেষ বিবৃতিতে ঘোষণা করে জানিয়েছে আজাদি কা অমৃত মহোৎসব পালনের সময় একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে, '‌ইন দ্য নেক্সট টোয়েন্টি ফাইভ ইয়ার্স ইন্ডিয়া উইল'‌। কোনও আর্ট ফর্ম বা ক্রিয়েশনকে গুগলের কাছে পাঠাতে হবে এবং বিজয়ী পেয়ে যাবে গুগলের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা স্কলারশিপ এবং বিজয়ীর স্কুল পাবে দু লক্ষ টাকা টেকনলজিক্যাল স্কলারশিপ। এই প্রতিযোগিতায় বিজয়ীর আঁকা ছবি ১৪ নভেম্বর গুগল হোমপেজে দেখা যাবে।

‘হর ঘর তিরঙ্গা’ ডুডল

‘হর ঘর তিরঙ্গা’ ডুডল

এদিকে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী কিষান রেড্ডি 'হর ঘর তিরঙ্গা'-এর সমর্থনে একটি বিশেষ ডুডল তৈরির আহ্বান জানিয়েছেন গুগলকে। এছাড়াও তিনি ভারতের পর্যটন কেন্দ্রগুলির প্রচারের জন্য গুগলের কাছে আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্যে মন্ত্রী উল্লেখ করেছেন, গুগল সংস্কৃতি মন্ত্রককে তার ৩,০০০ টিরও বেশি কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত স্মৃতিস্তম্ভের সীমানা ডিজিটাল ম্যাপিং করতে সহায়তা করতে পারে, যা সাইটগুলিকে আরও ভালভাবে পর্যবেক্ষণ করতে এবং দখল রোধ করতে সহায়তা করবে। এটি বিরল আর্কাইভাল উপাদানে ডিজিটালাইজেশনেও সাহায্য করতে পারে, বলে জানান তিনি।

English summary
Google's special project 'India Ki Udaan' on the occasion of India's 75th Independence Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X