For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাক স্বাধীনতা দিবসের ভাষণে কী বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

৭২তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

  • |
Google Oneindia Bengali News

৭২তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই নিয়ে দ্বিতীয়বার কোবিন্দ স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভাষণ দিলেন। একদিকে যেমন মহিলাদের ক্ষমতায়নের পক্ষে সওয়াল করতে দেখা গেল রাষ্ট্রপতিকে, তেমনই মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে। কৃষকের সমস্যা থেকে শুরু করে যুব সমাজের ভাবনা ও আকাঙ্খার কথা রাষ্ট্রপতির ভাষণে স্থান পেয়েছে। এদিন ডিডি নিউজ ও অল ইন্ডিয়া রেডিওয় রাষ্ট্রপতির ভাষণ শোনানো হয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন বিষয়ে কী বললেন রাষ্ট্রপতি কোবিন্দ।

প্রাক স্বাধীনতা দিবসের ভাষণে কী বললেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ভাষণে যা বললেন

  • ১৫ অগাস্ট ভারতীয়দের জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। তেরঙা পতাকা আমাদের দেশের ঐক্যকে তুলে ধরে। আমরা এইদিনে দেশের সার্বভৌমত্বকে উদযাপন করি ও পূর্বপুরুষদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই।
  • আমাদের সমাজে মহিলাদের বিশেষ স্থান রয়েছে। মহিলাদের উন্নয়ন হলে তবেই জাতির উন্নয়ন হবে। তাঁদের নিজের মতো করে বাঁচতে দিতে হবে। উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। যাতে নিজেদের প্রতিভার বিকাশের সুযোগ মহিলারা পান।
  • দেশের পুলিশ, আধাসেনার সামনে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। সন্ত্রাসবাদকে দমন করে সমাজকে সুরক্ষিত রাখছেন তাঁরা। সেনার হাতে উন্নত অস্ত্র তুলে দিয়ে, উন্নত সামগ্রী তুলে দিয়ে আমরা স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকেই পূরণ করার চেষ্টা করছি।

  • একাধিক দেশপ্রেমীর স্বপ্নকে আমরা বয়ে নিয়ে চলেছি। তাঁরা দেশ স্বাধীন করে বিদায় নিয়েছেন। তবে অনেক কাজ তাদের অপূর্ণ থেকে গিয়েছে। সমাজের উন্নয়নের সেই কাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।
  • স্বাধীনতা আমাদের কাছে এসেছে ১৫ অগাস্ট ১৯৪৭ সালে। বছর-দশক-শতাব্দি পূর্বপুরুষের আত্মত্যাগের পর স্বাধীনতা পেয়েছি আমরা। শুদউ সরকারি রাষ্ট্রযন্ত্র ভারতের চালক নয়, ভারতের মূল শক্তি এর জনতা। আমরা একসঙ্গে বন্যপ্রাণ বাঁচাতে পারি, স্মৃতিসৌধকে রক্ষা করতে পারি। যাতে পরের প্রজন্ম তা দেখতে পারে।
  • রাষ্ট্রপতি হিসাবে সারা বিশ্বের অনেক দেশে আমি ঘুরেছি। সব জায়গায় মহাত্মা গান্ধীর নাম মানুষ মনে করে। মানবতার প্রতীক হিসাবে দেখে। তিনি ভারতের প্রতীক। এবছর স্বাধীনতা দিবস আরও গুরুত্বপূর্ণ কারণ আমরা মহাত্মা জন্মের সার্ধশতবর্ষের অনুষ্ঠান শুরু করব ২ অক্টোবর থেকে।

  • আমাদের সকলকে একসঙ্গে মিলে এগিয়ে আসতে হবে। সরকারের ভূমিকা অগ্রগণ্য। তবে আমাদেরও এগিয়ে আসতে হবে। সরকারি প্রকল্পে ভাগীদার হতে হবে। নিজেদের মনে করে সব কাজে এগিয়ে যেতে হবে।
  • শিক্ষার অর্থ শুধু ডিগ্রি অথবা ডিপ্লোমা জোগাড় করা নয়, অন্যের জীবনকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায় সেই পথ দেখানোও বটে। সকলে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা।
English summary
On Independence Day Eve, President invokes Mahatma Gandhi, asks for women empowerment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X