For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নিজের মেয়ের এভাবে সৎকার করতে পারতেন'! হাথরাস নিয়ে পুলিশ কর্তাকে প্রশ্ন হাইকোর্টের

  • |
Google Oneindia Bengali News

হাথরাস মামলা নিয়ে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ কার্যত উত্তর প্রদেশ পুলিশকে ভর্ৎসনা করতে ছাড়েনি। সোমবার এই মামলা নিয়ে নির্যাতিতার পরিবারের তরফের আইনজীবী মিডিয়ার সামনে মুখ খুলে কোর্টরুমের পরিস্থিতি জানান।

নিজের মেয়ের এভাবে সৎকার করতে পারতেন! হাথরাস নিয়ে পুলিশ কর্তাকে প্রশ্ন হাইকোর্টের

নির্যাতিতার পক্ষের আইনজীবী বলেন, এদিন জাস্টিস পঙ্কজ মিথাল ও রঞ্জন রায়ের বেঞ্চ উত্তর প্রদেশ পুলিশের কর্তাকে প্রশ্ন করেন, 'আপনার মেয়ে হলে এভাবে সৎকার করতে পারতেন?' প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে উত্তর প্রদেশের হাথরাসে এক ১৯ বছরের তরুণীর গণধর্ষণ ও তার জেরে মৃত্যু নিয়ে গোটা দেশ ক্ষোভে ফুঁসে ওঠে। এরপর হাথরাসের মেয়ের দেহগ্রামে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে লোকচোক্ষুর আড়ালে দাহ করে পুলিশ। এরপর মামলা চলে এলাহাবাদ হাইকোর্টে।

এদিন উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি, হাথরাসের জেলাশাসক, উত্তরপ্রদশের সচিব সকলেই আদালতে হাজির ছিলেন। আদালতের নিজের বক্তব্য জানাতে ও বয়ান রেকর্ড করতে হাজির ছিলেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। জেলাশাসক এদিন স্বীকার করে নেন, যে সেই রাতে মৃতের সৎকারের সিদ্ধান্ত তাঁরই ছিল।

English summary
On Hathras issue HC asks UP ADG that Would you’ve cremated your own daughter this way
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X