For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কন্টেইনমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে বড় নির্দেশ কেন্দ্রের, করোনা পরিস্থিতি নিয়ে ফাঁস শক্ত করছে মোদী সরকার

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিতে শুরু করে দিয়েছে দেশে। এমন এক অবস্থায় কেন্দ্রের তরফে রাজ্য ও স্থানীয় প্রশাসনের কাছে এসে পৌঁছেছে বিশেষ বার্তা। স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা এবার কন্টেইনমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে বিশেষ চিঠি পাঠিয়েছেন স্থানীয় প্রশাসনের কাছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কোন পদক্ষেপ ?

পরিস্থিতি নিয়ন্ত্রণে কোন পদক্ষেপ ?

করোনা পরিস্থিতিতে যাতে এবাল লাগাম টানা যায়, তার চেষ্টায় সরকার। এই নিয়ে স্থানীয় প্রশাসনিক স্তর থেকে যাতে কন্ট্রেইনমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে তৈরি করা যায়, তার নির্দেশ দিয়ে চিঠি এসেছে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কাছে । অজয় ভাল্লা জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে প্রবলভাবে বাড়ছে সংক্রমণ। তার জেরেই এমন স্ট্র্যাটেজি তৈরির নির্দেশ। প্রসঙ্গত, এর আগেই মোদী সরকার জানিয়েছে , করোনা রুখতে স্থানীয় লকডাউনের রাস্তাতেই তারা আস্থা রাখছে। তবে দেশ জোড়া লকডাউন এখনই ভাবা হচ্ছে না বলে জানায় মোদী সরকার।

 কেমন কন্টেইনমেন্ট জোনের পরিকল্পনা?

কেমন কন্টেইনমেন্ট জোনের পরিকল্পনা?

জানা গিয়েছে কেন্দ্র যে নির্দেশ দিয়েছে, তাতে স্থানীয়স্তরে কন্টেইনমেন্ট জোন করার পরিকল্পনা করা হচ্ছে। এক্ষেত্রে একটি জেলা, শহর , এলাকা ভিত্তিক স্ট্র্যাটেজি ঠাওরানোর বার্তা দেওয়া হয়েছে। স্থানীয় পরিস্থিতি দেখে তবেই এই স্ট্র্যাটেজির নক্সা তৈরি নির্দেশ দেওয়া হয়েছে।

 নীতি আয়োগের বার্তা মাস্ক পরা নিয়ে

নীতি আয়োগের বার্তা মাস্ক পরা নিয়ে

এদিন নীতি আয়োগের তরফে জানানো হয়।,দরকার হলে পরিবারের সদস্যের মাঝে থাকলেও মাস্ক পরা উচিত। মাস্ক পরা করোনার দ্বিতীয় স্রোতের সংকটজনক পরিস্থিতিতে অত্যন্ত জরুরি বলে জানানো হয়েছে। সেরকম হলে অপ্রয়োজনে বাড়িতে কাউকে আমন্ত্রণ না করার পরামর্শও দিয়েছেন চিকিৎসক ভিকে পল।

 অক্সিজেন সংকট ও দেশ

অক্সিজেন সংকট ও দেশ

প্রসঙ্গত, দেশে অক্সিজেন সংকট মেটাতে এবার বড়সড় পদক্ষেপ নিতে শুরু করেছে দেশ। ইতিমধ্যেই একাধিক দেশ থেকে মেডিক্যাল অক্সিজেন আনার বন্দোবস্ত শুরু করে দিয়েছে ভারত। অন্যদিকে অক্সিজেন ট্যাঙ্কারের গতিবিধিতে যে কেন্দ্র নজরদারি শুরু করছে তাও জানিয়েছে কেন্দ্র।

English summary
On Containment issue Centre asks States to focus on intensive strategy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X