For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য বিজেপিকে রোখা! মোদীদের টার্গেটে রেখে নেট মাধ্যমে নয়া ঝড় তুলল কংগ্রেস, প্রকাশ্যে 'আইএনসি টিভি'

লক্ষ্য বিজেপিকে রোখা! মোদীদের টার্গেটে রেখে নেট মাধ্যমে নয়া ঝড় তুলল কংগ্রেস, প্রকাশ্যে 'আইএনসি টিভি'

  • |
Google Oneindia Bengali News

চার রাজ্য় ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট সম্পন্ন। এদিকে, সামনের বছরই ২০২২ সালে একের পর এক রাজ্যে পর পর ভোট পর্ব আয়োজিত হচ্ছে। তার আগে বিজেপিকে রোখা বড় চ্যালেঞ্জ কংগ্রেসের সামনে। কারণ ২০২২ সালের ভোট পর্বের অঙ্কে রয়েছে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক মানচিত্র।

কংগ্রেসের নয়া উদ্যোগ

কংগ্রেসের নয়া উদ্যোগ

২০২২ এর ভোটে পাঞ্জাবে গড় ধরে রাখার লড়াই আর উত্তরপ্রদেশে পুরনো গৌরসব ফিরিয়ে আনার লড়াইয়ের মুখে কংগ্রেস। এদিকে এমন অঙ্ক যখন সামনে, তখন ইন্টারনেট মাধ্যমে ঝড় তুলে কংগ্রেস আনল তাদের নয়া ইউটিউব চ্যানেল। যার নাম 'আইএনসি টিভি'।

 আম্বেদকরের জন্মদিন ও কংগ্রেস

আম্বেদকরের জন্মদিন ও কংগ্রেস

১৪ এপ্রিল আম্বেদকারের জন্মদিনে কংগ্রেসের এই নয়া চ্যানেলের পথ চলা শুরু হয়েছে। এইদিনের প্রথম শোতে কংগ্রেস পার্টির এই চ্যানেলে ভারতের স্বাধীনতার ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরা হয়। মহাত্মা গান্ধীকে নিয়ে একটি শর্ট ফিল্মের হাত ধরে শুরু হয় চ্যানেলের পথ চলা।

 মোদী বিরোধিতায় কি দুর্বল বিরোধীরা? রাহুলরা দিচ্ছেন জবাব

মোদী বিরোধিতায় কি দুর্বল বিরোধীরা? রাহুলরা দিচ্ছেন জবাব

এর আগে বহুবার এমন বিতর্ক দানা বেঁধেছে যেখানে প্রশ্ন করা হয় যে মোদী বিরোধিতায় কি দুর্বলতাই প্রকাশ পাচ্ছে কংগ্রেস সহ বিরোধিদের? রাহুল গান্ধী এর জাবাবে জানিয়েছিলেন , যে গণতন্ত্রের প্রতিষ্ঠান এমনকি মিডিয়াও কংগ্রেসের বিরুদ্ধে। বহু কংগ্রেস নেতার অভিযোগ ছিল সংসদে তাঁদের বলতে দেওয়া হয় না। সেই জায়গা থেকে কংগ্রেসের এই নয়া ইউটিউব চ্যানেল বহু কার্যকরী ভূমিকা পালন করতে পারবে। এমনই মত বহুজনের।

 কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্ক কী ভাবছে?

কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্ক কী ভাবছে?

এদিকে, বহু ক্ষেত্রেই গণমাধ্যমকে যখন ' গোদী মিডিয়া' নিয়ে হিসাবে আখ্যা দিচ্ছে, তখন কংগ্রেসের থিঙ্কট্যাঙ্ক নিজস্ব ইউচিউব চ্যানেলের কথা ভেবেছে। আগামী দিনে এর মাধ্যমে
প্রচার তুঙ্গে রাখতে বদ্ধ পরিকর রাহুল ব্রিগেড। সেই জায়গা থেকে লাইভস্ট্রিমে একটি ২৪ ঘণ্টার চ্যানেল কংগ্রেসকে বাড়তি মাইলেজ দেবে বলে মত অনেকের।

English summary
On Ambedkar Jayanti, the Congress party launched its own YouTube channel INC TV to take on BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X