For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গত ৫ বছরের প্রজাতন্ত্র দিবসে মোদীর সাজসজ্জায় বাদ পড়েনি পাগড়ি, জেনে নিন বিশেষত্ব

গত ৫ বছরের প্রজাতন্ত্র দিবসে মোদীর সাজসজ্জায় বাদ পড়েনি পাগড়ি, জেনে নিন বিশেষত্ব

  • |
Google Oneindia Bengali News

গত কদিন আগেই প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছিলেন 'পোশাক দেখেই চেনা যায় কারা আন্দোলন করছে'। অর্থাৎ পোশাক যে তার ভাবনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা তাঁর সাজ সজ্জা দেখলেই বোঝা যায়। জনপ্রিয় 'মোদী কোটের' পর এবার সামনে এলো প্রধানমন্ত্রীর পাগড়ির চমক।২০১৫ থেকে নতুন দশক ২০২০ সালেও প্রধানমন্ত্রীর প্রজাতন্ত্র দিবসের সাজ থেকে বাদ পড়েনি পাগড়ি।

গত ৫ বছরের প্রজাতন্ত্র দিবসে মোদীর সাজসজ্জায় বাদ পড়েনি পাগড়ি, জেনে নিন বিশেষত্ব


রবিবার সকালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও তাকে দেখা গেছে কুর্তা,পাজামা,কোটের সাথে বান্ধনীর গেরুয়া রঙের পাগড়িতে। ইতিমধ্যেই রাজনৈতিক মহলের স্টাইল আইকন হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী। তবে সাজে এই পাগড়ির ঐতিহ্য আজকের নয়, গত ২০১৫ সাল থেকেই তাকে দেখা গেছে বিভিন্ন রঙের পাগড়িতে। জেনে নিন তারই এক ঝলক।

২০১৫ সালে মোদীর সাজে ছিল হলুদ পাগড়ি সাথে লাল ও গাঢ় সবুজ সহ নানা রঙের 'শেড'। ২০১৬ সালে অবশ্য গোলাপি ও হলুদ কম্বিনেশনের পাগড়ি ব্যবহার করেছিলেন তিনি। ২০১৭ সালে পরেছিলেন লাল ও হলুদ মিশ্রিত সোনালি গোছের পাগড়ি। ২০১৮ সালে পরেছিলেন গেরুয়া পাগড়ি। ২০১৯ সালে প্রজাতন্ত্র দিবসে হলদেটে কমলা পাগড়ি পরেছিলেন তিনি, যার নীচের দিকটা ছিল লাল রঙের। ভারতের ৭১ তম প্রজাতন্ত্র দিবসেও স্বমহিমায় মোদীর মাথায় জ্বলজ্বল করতে দেখা গেছে গেরুয়া রঙের পাগড়ি।

English summary
Take a look at PM Narendra Modi's turban tradition from 2015 to 2020 on 71st Republic Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X