শিবসেনা সাংসদের ওপর ছুরি দিয়ে হামলা, পুলিশি হেফাজত থেকে পলাতক অভিযুক্ত
বিধানসভা ভোটের মুখে মহারাষ্ট্রে ঘটল রক্তাক্ত কাণ্ড। বুধবার ওসমানাবাদের শিবসেনা সাংসদ ওমপ্রকাশ নিম্বালকারের ওপর ছুরি নিয়ে চড়াও হয় এক যুবক। ২০ বছরের ওই যুবকের নাম অজিনকা তেকালে। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও, সে পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে নায়গাও পাডোলি সংলগ্ন এক গ্রামে। সাংসদের শরীরে ছোটখাটো চোট ছাড়া গুরুতর কোনও আঘাত লাগেনি তাঁর। পুলিশ খোঁজ চালাচ্ছে অভিযুক্ত যুবকের।

জানা গিয়েছে, বিধানসভা ভোটের প্রচারে বেড়িয়েছিলেন শিব সেনা প্রার্থী কৈলাশ পাটিল। তাঁর প্রচারেই ছিলেন সাংসদ ওমপ্রকাশ ও তাঁর ব্যক্তিগত দেহরক্ষী। সেইসময়ই ওই যুবক সাংসদের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। তবে তাঁর দেহরক্ষী ও অন্যান্য দলের কর্মীরা অভিযুক্তকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ২১ অক্টোবর মহারাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করবে জনতা। ফল জানা যাবে ২৪ অক্টোবর। শিবসেনা এবং বিজেপি দুই দল এই নির্বাচনে জোট বেঁধে লড়ছেন।
অতীতে ওমপ্রকাশের বিরুদ্ধে প্রতারণা এবং ৫৯ বছরের এক কৃষককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। এ বছরের এপ্রিলেই ওই কৃষক আত্মঘাতী হন। কৃষকের অভিযোগ, তাঁর জমি জোর করে বেসরকারি সংস্থার কাছে বেচে দেওয়া হয়েছে।