For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে আসল ওমিক্রন সংক্রমিতের সংখ্যা সরকারি তথ্যের ৯০ গুন, দাবি সংবাদমাধ্যম রিপোর্টে

দেশে আসল ওমিক্রন সংক্রমিতের সংখ্যা সরকারি তথ্যের ৯০ গুন, দাবি সংবাদমাধ্যম রিপোর্টে

  • |
Google Oneindia Bengali News

দেশে করোনার তৃতীয় তরঙ্গ শুরু হয়ে গিয়েছে৷ দৈনিক করোনা সংক্রমণ দেড় লক্ষ পেরিয়েছে৷ তবে সরকারি হিসেবে এখনও পর্যন্ত সারা দেশের ওমিক্রমণ সংক্রমণ ১০ হাজারের নীচেই৷ ঠিক এই জায়গাটিতেই বিরোধী মত পোষণ করছেন ন্যাশনাল ইনস্টিটিটিউট অফ এপিডেমোলজি এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ডাঃ জয়প্রকাশ মুলিল। একটি জাতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে ডক্টর মুলিলের তাঁর বক্তব্য তুলে ধরে দাবি করা হয়েছে যে দেশে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা সরকারের প্রকাশিত ওমিক্রন সংখ্যার ৮০-৯০ গুণ৷

দেশে দ্রুত বেড়েছে ওমিক্রন!

দেশে দ্রুত বেড়েছে ওমিক্রন!

গত বছর নভেম্বরের দক্ষিণ আফ্রিকায় খোঁজ পাওয়া করোনার নতুন স্ট্রেন ওমিক্রনকে নিয়ে বিশেষজ্ঞদের আগাম সতর্কতা ছিল৷ বিশ্বজুড়ে করোনা বিশেষজ্ঞরা এই নতুন স্ট্রেনের ভয়াবহ সংক্রমণ ক্ষমতার কথা বলেছিলেন৷ এমনকি এই স্ট্রেনের কারণে যে নতুন করোনা ওয়োভ আসতে পারে সে নিয়েও সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা৷ ভারতে প্রথম ওমিক্রন সংক্রমণের খোঁজ মেলে কর্ণাটকে৷ তার মাত্র ১৫ দিনের মধ্যেই দেশের বেশিরভাগ রাজ্যে ওমিক্রণ সংক্রমণের খবর পাওয়া যায়৷ এবং একমাসের ভেতরে করোনার তৃতীয় ওয়েভের আঁচ অনুভূত হতে থাকে দেশে!

সরকারি তথ্যের সঙ্গে সহমত নন বিশেষজ্ঞরা!

সরকারি তথ্যের সঙ্গে সহমত নন বিশেষজ্ঞরা!

কিন্তু দৈনিক দেড় লক্ষেরও বেশি সংক্রমণ হওয়ার পরও দেশে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা (সরকারি ভাবে) যথেষ্ট কম! এই বিষয়টি নিয়ে ন্যাশনাল ইনস্টিটিটিউট অফ এপিডেমোলজি এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ডাঃ জয়প্রকাশ মুলিলের বক্তব্য সম্প্রতি একটি জাতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে৷ তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ডেল্টার কারণে দ্বিতীয় তরঙ্গের পর দেশে এই তৃতীয় তরঙ্গ যে ওমিক্রনের কারণে তা আর বলার অপেক্ষা রাখে না৷ আপনি পরীক্ষা করুন আর নাই করুন এটা নিশ্চিত যে দেশে সর্বত্র ওমিক্রন সংক্রমনের গতি উর্ধ্বমুখী৷

ওমিক্রনের হাত থেকে কখন মুক্তি?

ওমিক্রনের হাত থেকে কখন মুক্তি?

ওমিক্রনের হাত থেকে কখন মিলতে পারে মুক্তি? এই প্রশ্নের উত্তরে ডক্টর মুলিল জানিয়েছেন সংক্রমণের গ্রাফের উর্ধ্বমুখী রেখাটি যখন বেঁকে নীচের দিকে নামতে শুরু করবে তখন বুঝবেন সংক্রমণ তার নির্দিষ্ট লক্ষ্য স্পর্শ করে কমতে শুরু করেছে৷ একই সঙ্গে চিকিৎসক আরও বলেন আমাদের এখন মোটামুটি একটা ধারণা হয়ে গিয়েছে যে করোনাকে সঙ্গে নিয়েই আমাদের মোটামুটি বাঁচতে হবে৷ তবে ডেল্টার মতো প্রাণঘাতী নয় ওমিক্রন তাই সতর্ক থেকে এর মোকাবিলা করতে হলেও অযথা প্যানিক করার প্রয়োজন নেই৷

English summary
Omicron infection in the country is 90 times higher than the govt official data
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X