For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওমিক্রনের বিএ‌.‌২ উপপ্রজাতি আসল বিএ.‌১–এর মতোই গুরুতর, সতর্ক করল হু

ওমিক্রনের বিএ‌.‌২ উপপ্রজাতি আসল বিএ.‌১–এর মতোই গুরুতর, সতর্ক করল হু

Google Oneindia Bengali News

মঙ্গলবার করোনা ভাইরাসের ওমিক্রন প্রজাতিত নতুন উপপ্রজাতি নিয়ে নয়া সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু–এর পক্ষ থেকে এদিন বলা হয়েছে যে, ওমিক্রনের উপপ্রজাতি বিএ‌.‌২ প্রকৃত বিএ.‌১–এর মতোই গুরুতর।

নিষেধাজ্ঞা শিথিল না করার অনুরোধ হু–এর

নিষেধাজ্ঞা শিথিল না করার অনুরোধ হু–এর

হু-এর পক্ষ থেকে এও জানানো হয়েছে যে এখনই করোনা ভাইরাসের নিষেধাজ্ঞাগুলিকে শিথিল করে দেওয়া উচিত নয়। যে সব দেশ তা করছে তাদের সতর্ক করা হয়েছে। কারণ এখন অনেক দেশেই ওমিক্রন শিখরে পৌঁছায়নি।

 করোনা ভাইরাসের অনেক প্রজাতির ওপর নজর রাখা হচ্ছে

করোনা ভাইরাসের অনেক প্রজাতির ওপর নজর রাখা হচ্ছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রস আধানম ঘেব্রেয়েসাস এ প্রসঙ্গে বলেন, ‘‌যে কোনও দেশের পক্ষে করোনার বিরুদ্ধে বিজয় ঘোষণা করার সময় নয় এখনই। এই ভাইরাসটি বিপজ্জনক। এটি আমাদের চোখের সামনে বাড়ছে ক্রমশ। হু বর্তমানে চারটি উপ-প্রজাতির উপর নজর রাখছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট, বিএ.২ সহ আরও অনেক প্রজাতির ওপর নজর রাখা হচ্ছে।'‌ হু-এর পক্ষ থেকে এও বলা হয়েছে যে ওমিক্রন করোনা ভাইরাস ভ্যারিয়েন্টের উপজাতি বিএ.‌২ আসলে প্রকৃত বিএ.‌১ উপজাতির মতোই গুরুতর।

 ডেল্টার চেয়ে কম তীব্রতর

ডেল্টার চেয়ে কম তীব্রতর

হু-এর কোভিড-১৯-এর টেকনিক্যাল প্রধান মারিয়া ভ্যান কার্কহোভ বলেন, ‘‌তীব্রতার পরিবর্তনের কোনও ইঙ্গিত নেই। আবার, ওমিক্রন যে খুব দ্রুত সংক্রমণযোগ্য তাও আমরা জানি, এর বৃদ্ধি পাওয়ার বেশি সুযোগ রয়েছে এবং ডেল্টার চেয়ে কম তীব্রতা। কিন্তু তাও এটি বিপজ্জনক ভাইরাস।'‌ ডেনমার্কের মতো দেশগুলিতে ‘‌প্রকৃত'‌ বিএ.‌১ ভার্সানের বদলে ওমিক্রনের বিএ.‌২ ভার্সান জায়গা নিতে শুরু করে দিয়েছে। এরপরই হু-এর পক্ষ থেকে এই মন্তব্য আসে। ওমিক্রনের এই দুই উপপ্রজাতি ৪০ মিউটেশনের বেশি একে-অপরের চেয়ে আলাদা, প্রসঙ্গত, ডিসেম্বরের গোড়ার দিকে বিএ.‌২ প্রথম সনাক্ত হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে।

ইনফ্লুয়েঞ্জায় পরিণত হবে করোনা ভাইরাস

ইনফ্লুয়েঞ্জায় পরিণত হবে করোনা ভাইরাস

বিশেষজ্ঞরা জানিয়েছেন অনেকেই মনে করেছিলেন, এর পর কোভিড নেহাতই ইনফ্লুয়েঞ্জা হয়ে থেকে যাবে। বছর বছর এতে আক্রান্ত হবেন মানুষ। খুব মারাত্মক কিছু হবে না। কিন্তু ওমিক্রনের নতুন প্রজাতির চালচলন অন্য কথাই বলছে। গবেষকরা মনে করছেন, ওমিক্রন সংক্রমণ কারও হয়ে গেলেই যে সে ওমিক্রনের নতুন প্রজাতি দ্বারা আর আক্রান্ত হবেন না, তা কিন্তু নয়। অর্থাৎ নিজের নতুন প্রজাতি থেকে রক্ষাকবচ তৈরিতে সক্ষম হয়নি ওমিক্রন। টিকা নিলে এই নতুন প্রজাতির হাত থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে। আক্রান্ত হলেও উপসর্গ কম থাকবে। বুস্টার ডোজ নিলে সংক্রমণের সম্ভাবনা কমবে আগের থেকে এক-তৃতীয়াংশ। যদিও ওমিক্রনে আক্রান্ত হওয়ার পর শরীরে যে অ্যান্টিবডি তৈরি হবে, তা নতুন প্রজাতিকে ঠেকাতে পারবে না। সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক একথা জানিয়েছেন।

English summary
omicron form ba1 likely as severe as original
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X