For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে ওমিক্রনের কারণে সংক্রমণের হার বাড়লেও কিন্তু...! আশঙ্কার মধ্যেও স্বস্তি বার্তা কোয়েটজ়ি'র

ভারতে ক্রমশ ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। যা কিনা ক্রমশ উদ্বেগের চেহারা নিচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে ফের একবার কড়া হচ্ছে করোনা বিধি। আর এই অবস্থায় ফের একবার আশঙ্কার কথা শোনালেন চিকিৎসক অ্যাঞ্জেলিক কোয়েটজ়ি (Dr Angelique

  • |
Google Oneindia Bengali News

ভারতে ক্রমশ ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। যা কিনা ক্রমশ উদ্বেগের চেহারা নিচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে ফের একবার কড়া হচ্ছে করোনা বিধি। আর এই অবস্থায় ফের একবার আশঙ্কার কথা শোনালেন চিকিৎসক অ্যাঞ্জেলিক কোয়েটজ়ি (Dr Angelique Coetzee)।

দক্ষিণ আফ্রিকাতে (Southern Africa) ওমিক্রন (Omicron) যে ভয়ঙ্কর ভাবে ছড়াচ্ছে প্রথম অ্যাঞ্জিলিক তা ধরেছিলেন। এবার তাঁর এক মন্তব্য ঘিরেই ক্রমশ বাড়ছে আশঙ্কা। যদিও স্বস্তির বার্তাও শুনিয়েছেন তিনি।

ক্রমশ সংক্রমণের হার বাড়তে থাকবে

ক্রমশ সংক্রমণের হার বাড়তে থাকবে

করোনা ভাইরাসের নয়া এই ভ্যারিয়েন্টের কারনে ভারতে (Omicron Cases in India) ক্রমশ সংক্রমণের হার বাড়তে থাকবে। এমনটাই জানিয়েছেন অ্যাঞ্জেলিক কোয়েটজ়ি (Dr Angelique Coetzee)। তাঁর এহেন মন্তব্য রীতিমত আশঙ্কার কালো মেঘ তৈরি করেছে। যদিও কিছুটা হলেও স্বস্তির বার্তা শোনা গিয়েছে তাঁর মুখে। ডক্টর কোয়েটজি বলেন, ওমিক্রন সংক্রমণ বাড়লেও বেশির ভাগ মানুষেরই উপসর্গ অনেক কম হবে। যেমনটা দক্ষিন আফ্রিকাতে দেখা যাচ্ছে বলে দাবি তাঁর।

দ্রুত ভ্যাকসিন নেওয়ার কথা

দ্রুত ভ্যাকসিন নেওয়ার কথা

দক্ষিণ আফ্রিকার ম্যাডিক্যাল অ্যাসোসিয়েশনের (Chairperson of South African Medical Association) চেয়ারম্যান আশা প্রকাশ করেন যে, ভারতে বাজারে করোনার যে ভ্যাকসিন রয়েছে তা অবশ্যই শরীরে ওমিক্রনকে ঠেকাতে সাহায্য করবে। শুধু তাই নয়, সংক্রমণ রুখতেও করোনা এই ভ্যাকসিনগুলি যথেষ্ট কাজ দেবে বলেও আশাবাদী তিনি। কিন্তু যারা ভ্যাকসিন এখনও নেয়নি তাঁদের বেশি সমস্যা হতে পারে বলে আশঙ্কা অ্যাঞ্জেলিক কোয়েটজ়ির। ফলে দ্রুত ভ্যাকসিন নেওয়ার কথা বলেন তিনি।

ব্যাপক ভাবে বাচ্চাদেরও আঘাত হানছে!

ব্যাপক ভাবে বাচ্চাদেরও আঘাত হানছে!

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখোমুখি হন চিকিৎসক অ্যাঞ্জেলিক কোয়েটজ়ি। সেখানে তিনি বলেন, এখনও পর্যন্ত ওমিক্রন বিপদজনক কিছু নয়। সংক্রমণ শুধু ভয়ঙ্কর গতিতে ছড়িয়ে পড়ছে বলে দাবি চিকিৎসকের। তবে সংক্রমন হলেও খুব একটা জটিল হচ্ছে না বলেই দাবি কোয়েটজির। তবে করোনার এই ভ্যারিয়েন্ট ব্যাপক ভাবে বাচ্চাদেরও আঘাত হানছে। তবে পাঁচ ছয়দিনের মধ্যে তাঁরা সেরেও যাচ্ছে বলে দাবি তাঁর।

এভাবেই সংক্রমণ ছড়াচ্ছে

এভাবেই সংক্রমণ ছড়াচ্ছে

ভারতে এখনও পর্যন্ত ৪০০ এরও বেশি মানুষ ওমিক্রন আক্রান্ত হয়েছে। কার্যত ঝড়ের গতিতে বদলে যাচ্ছে সংখ্যাটা। সেখানে দাঁড়িয়ে অ্যাঞ্জেলিক কোয়েটজ়ি বলেন, এই অবস্থায় করোনার ভ্যাকসিন সংক্রণকে ঠেকাতে কাজ করবে। তবে মাথায় রাখতে হবে গীটা বিশ্বে এখনও করোনার মহামারী কিন্তু চলে যায়নি। আগামিদিনে ওমিক্রন অ্যান্ডেমিক হিসাবে আকার নিতে পারে বলে আশঙ্কা দক্ষিণ আফ্রিকার ম্যাডিক্যাল অ্যাসোসিয়েশন সদস্যের। এত তাড়াতাড়ি ওমিক্রন বিশ্ববাসী রেহাই দেবে না বলেও আশঙ্কা তাঁর।

English summary
Omicron cases will increase, but with mild symptoms, claims doctor Angelique Coetzee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X