For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিয়রে ওমিক্রন, মধ্যপ্রদেশ থেকে বেপাত্তা ৯৫ জন বিদেশি

শিয়রে ওমিক্রন, মধ্যপ্রদেশ থেকে বেপাত্তা ৯৫ জন বিদেশি

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই ভারতে ঢুকে পড়েছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। কর্নাটকে দু'জনের দেহে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি লক্ষ করা গিয়েছিল আগেই। দিল্লি, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতেও সংক্রমণ ছড়িয়েছে ওমিক্রন। এমতাবস্থায় মধ্যপ্রদেশ থেকে কিনা একেবারে নিখোঁজ হলেন ৯৫ জন বিদেশি।

বিদেশি পর্যটকদের হোম আইশোলেশন!

বিদেশি পর্যটকদের হোম আইশোলেশন!

ওমিক্রনের প্রাদুর্ভাবের জেরে বিদেশি পর্যটক সহ অন্যান্য দেশ থেকে আসা সমস্ত নাগরিকদের হোম আইসোলেশনের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ওই ব্যক্তিরা যথাযথভাবে হোম আইসোলেশনে রয়েছেন কিনা, রাজ্যগুলিকে সেই দিকে নজর দেওয়ার কথা বলেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে এই হিসেবেই এবার গড়মিল। পয়লা নভেম্বর থেকে এখনও অবধি মধ্যপ্রদেশের ইন্দোরে আগত ৯৫ জনের কোনও তথ্যই নেই সরকারের কাছে।

কী বলছে সরকারি তথ্য?

কী বলছে সরকারি তথ্য?

পয়লা নভেম্বর থেকে এখনও অবধি ইন্দোরে এসেছিলেন ৪০০ জন ব্যক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র, নরওয়ে, ইংল্যান্ড, সুইডেন থেকে দিল্লি কিংবা মুম্বই ছুঁয়ে এসেছিলেন তাঁরা৷ এই ব্যক্তিদের মধ্যেই ৯৫ জন কোথায় রয়েছেন, সেই সংক্রান্ত কোনও তথ্য নেই সরকারের কাছে৷ যথারীতি এমন ঘটনা ঘটলে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায় স্থানীয় প্রশাসনের। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে। ভারতে আসার পর যাতে ওই ব্যক্তিরা বাধ্যতামূলকভাবে কোভিড টেস্ট করান, তাঁর জন্য আধিকারিক স্তরে বৈঠক ডেকেছেন সংশ্লিষ্ট দফতরের হর্তাকর্তারা৷

কী ছবি ভোপালে?

কী ছবি ভোপালে?

একই রকমের চিত্র দেখা যাচ্ছে ভোপালেও। সেখানে আবার রেলস্টেশন, বিমানবন্দরেও করা হচ্ছে আরটি-পিসিআর পরীক্ষা৷ হিসেব বলছে, ভোপালের রাজা ভোজ বিমানবন্দরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিনে ১৫০০ জন যাত্রী আসেন। ইন্দোরে এমন ঘটনার পর হাই অ্যালার্টে রয়েছে ভোপাল প্রশাসনও৷ রাজা ভোজ বিমানবন্দরের উচ্চ আধিকারিক অনিল বিক্রম বলেন, ' দেশের নানা প্রান্ত থেকে আসা প্রত্যেক ব্যক্তিকে আরটি-পিসিআর টেস্ট করাতেই হবে৷ যে সমস্ত ব্যক্তিরা অন্যান্য দেশ থেকে আসছেন, তাঁরা মুম্বই কিংবা দিল্লি, গোয়া হয়ে আসছেন। তাই আরটি-পিসিআর টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা খেয়াল রাখছি, যাতে যাত্রীদের এই পরীক্ষা করাতে কোনওরকম সমস্যা না হয়।'

ওমিক্রন নিয়ে কড়া পদক্ষেপ ভারতের!

ওমিক্রন নিয়ে কড়া পদক্ষেপ ভারতের!

বি.১.১.৫২৯ করোনার এই নতুন স্ট্রেন সারা বিশ্বে নতুন করে করোনার আরও একটি ওয়েভের আশঙ্কা তৈরি করেছে৷ করোনার নতুন এই স্ট্রেনকে যথেস্ট বেশি সংক্রমক বলে চিহ্নিত করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। এমনকি এর মারণ ক্ষমতা নিয়েও বিভিন্ন বিশেষজ্ঞদের মধ্যে দ্বন্দ তৈরি হয়েছে৷ দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ জায়গায় অতি দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস। এবং সে কারণেই এই ভাইরাস নিয়ে কড়া সতর্কতা নিচ্ছে বিশ্বের বেশিরভাগ দেশই। ভারতও এই ওমিক্রন সংক্রমণ রুখতে আন্তর্জাতিক বিমান চলাচলের উপর বিভিন্ন রকমের নিয়ন্ত্রণ জারী করেছে৷ শুরু হয়েছে কড়া পর্যবেক্ষনও

প্রতীকী ছবি

English summary
The central government has ordered home isolation for foreign tourists, due to the outbreak of Omicron. In this situation 95 foreigners missing from Madhya Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X