For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখনই বন্দিদশা কাটছে না ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতির

এখনই বন্দীদশা কাটছে না ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতীর

  • |
Google Oneindia Bengali News

এখনই বন্দীদশা কাটছে না জম্মু-কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতীর। ৫ই ফেব্রুয়ারি পাওয়া খবর অনুযায়ী সরকার এই দুই প্রভাবশালী রাজনৈতিক নেতাকে এখনও বেশ কিছু দিন শ্রীনগরে আটকে রাখতে চলেছে।

এখনই বন্দিদশা কাটছে না ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতির

জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদাকে বাতিল করার পর দেশ জোড়া বিতর্কের মাঝেই ৪৯ বছর বয়সী আবদুল্লাহ এবং ৬০ বছর বয়সী মুফতিকে আটক করেছিল সরকার। পাশাপাশি গোটা রাজ্যে তাদের সম্পত্তির অধিকার সীমিত করারও বিধান দেওয়া হয়েছিল।

সূত্র মোতাবেক খবর, এরই সঙ্গে সরকার প্রাক্তন আইএএস অফিসার শাহ ফয়সালকেও আটক করে রাখতে চলেছে। যদিও তিনিও প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত। যদিও এই ক্ষেত্রে ফৌজদারি দণ্ডবিধির ১০৭ নম্বর ধারার প্রয়োগ হবে নাকি জননিরাপত্তা আইনের (পিএসএ) প্রয়োগ হহবে তা নিয়ে ভাবনা চিন্তা করছে সরকার।

বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক খাতে কঠোর পদক্ষেপ নিতে ১৯৭৮ সালে তৈরি হয় এই জননিরাপত্তা আইন। ই আইনের প্রয়োগ করে কোনওরকম বিচার প্রক্রিয়া ছাড়া সরকার কোনও ব্যক্তিকে ২ বছর পর্যন্ত আটকে রাখতে পারে। ওমর আবদুল্লাহর বাবা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকেও এই আইন প্রয়োগ করে দীর্ঘদিন আটকে রাখা হয়।

'ভাইয়ো অউর বেহনো' বলে সংসদে বক্তব্য রেখেই থতমত মোদী! স্লোগানের মাঝে এরপর কী ঘটল 'ভাইয়ো অউর বেহনো' বলে সংসদে বক্তব্য রেখেই থতমত মোদী! স্লোগানের মাঝে এরপর কী ঘটল

English summary
The center is still taking Omar Abdullah and Mehbooba Mufti in detention
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X