For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্যোতি কুমারিকে নিয়ে টুইট ওমর আবদুল্লা ও কার্তির, ভুল শুধরে দিলেন ইভাঙ্কার

জ্যোতি কুমারিকে নিয়ে টুইট ওমর আবদুল্লা ও কার্তির, ভুল শুধরে দিলেন ইভাঙ্কার

Google Oneindia Bengali News

১৫ বছরের জ্যোতি কুমারি তাঁর অসুস্থ বাবাকে সাইকেলে বসিয়ে ১২০০ কিমি অতিক্রম করে সাতদিনে বিহার পৌঁছেছে। তার এই প্রচেষ্টার পেছনে যে অর্ন্তনির্হিত গল্প রয়েছে তা দেখে অনেক রাজনীতিবিদই অবাক হয়েছেন। যদিও জ্যোতির এই চেষ্টাকে বুঝতে পারেননি ইভাঙ্কা ট্রাম্প। বরং ট্রাম্প কন্যা টুইট করে লিখেছেন, '‌ধৈর্য এবং ভালবাসার সুন্দর কীর্তি’‌। জ্যোতির এই চেষ্টার পেছনের কারণ ইভাঙ্কা ট্রাম্প বুঝতে না পারার জন্য নেটিজেনদের কাছে ট্রোলড হন তিনি। ইভাঙ্কার পর জ্যোতিকে নিয়ে টুইট করেন ওমর আবদুল্লা ও কার্তি চিদম্বরম এবং তাঁরা ইভাঙ্কার ভুল শুধরে দেন।

জ্যোতি কুমারিকে নিয়ে টুইট ওমর আবদুল্লা ও কার্তির, ভুল শুধরে দিলেন ইভাঙ্কার


টুইটে আবদুল্লা সরকারকে এই পরিস্থিতির জন্য দায়ি করে তিনি জানিয়েছেন যে কুমারির এই হতাশাকে এমনভাবে সবাই তুলে ধরেছেন যেন সে দীর্ঘ রাস্তা সাইকেল চালিয়ে খুব মজা পেয়েছে। কিন্তু তার সরকারের ব্যর্থতার জন্যই তাকে এই কাজ করতে হয়েছে। অন্য এক টুইটে কংগ্রেস নেতা কার্তি চিদম্বরম কেন্দ্রে বিজেপি সরকারকে দায়ি করে জানান, এটা কোনও সুন্দর কীর্তি নয় এবং কেন্দ্র সরকারের ব্যর্থতার ফলে হতাশার জ্বালা থেকে এই কীর্তি করতে পেরেছে জ্যোতি।

প্রসঙ্গত, ১৫ বছরের জ্যোতি কুমারির বাবা পাঞ্জাবে রিক্সা চালাতেন। কিন্তু তাঁর পায়ে চোট লাগার কারণে মেয়ে জ্যোতি এসে তাঁর সঙ্গেই ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। বাড়িওয়ালা তাদের বাড়ি থেকে বের করে দিতে পারে এই আশঙ্কায় জ্যোতি অসুস্থ বাবাকে সাইকেলে বসিয়ে পাঞ্জাব থেকে বিহার ১২০০ কিমি রাস্তা অতিক্রম করে। তাঁর এই প্রচেষ্টাকে সম্মান দিতে সাইক্লিং ফেডারেশেনের পক্ষ থেকে তাকে ট্রায়ালে সুযোগ দেওয়া হয়। আগামী মাসেই দিল্লিতে ট্রায়াল দিতে যাবে জ্যোতি কুমারি।

সাইক্লোন 'আম্ফানে'র দাপটের পর নয়া আবহাওয়া ঘিরে অ্যালার্ট জারি! কী জানাচ্ছে আইএমডিসাইক্লোন 'আম্ফানে'র দাপটের পর নয়া আবহাওয়া ঘিরে অ্যালার্ট জারি! কী জানাচ্ছে আইএমডি

English summary
omar abdullah and karti tweeted about jyoti kumari corrected the mistake of ivanka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X