For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষক আন্দোলনের জের, অবসরপ্রাপ্ত সেনা, পেশায় ৮০ বছরের কৃষক গ্রেফতার দিল্লিতে

কৃষক আন্দোলনের জের, অবসরপ্রাপ্ত সেনা, পেশায় ৮০ বছরের কৃষক গ্রেফতার দিল্লিতে

Google Oneindia Bengali News

প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ যে গ্রেফতার হওয়া ১২২ জনের তালিকা তৈরি করেছে, তাতে নাম রয়েছে ৮০ বছরের গুরমুখ সিংয়ের নাম। তাঁর গ্রেফতারের খবর এখন মেনে নিতে পারেননি পাঞ্জাবে থাকা তাঁর পরিবার।

কৃষক আন্দোলনের জের, অবসরপ্রাপ্ত সেনা, পেশায় ৮০ বছরের কৃষক গ্রেফতার দিল্লিতে


গ্রেফতার হওয়া কৃষকদের মধ্যে সবচেয়ে প্রবীণ গুরমুখ সিংকে ২৯ জানুয়ারি মুখার্জি নগর পুলিশের কর্মীরা গ্রেফতার করেন। তিনি ফতেগড় সাহিব জেলার সমাসপুর গ্রামের ছোট একটি কৃষক এবং তিনি তাঁর দেড় একর জমিতে গম ও ধান ফলান। গ্রামের পঞ্চায়েত হরপিন্দর সিং বলেন, '‌লোকমুখে কৃষকদের বারংবার খলিস্তানি বলায় তাঁর স্ত্রী মনজিৎ কউর বেশ হতাশ। তাঁরা কেবল নিজেদের মতো করে থাকতে চান।’‌ পঞ্চায়েত বলেন, '‌তিনি প্রথম দিন থেকেই কৃষি আইনের বিপক্ষে ছিলেন এবং তা সংস্কার হোক তা চাইতেন। তিনি দিল্লির সিংঘু সীমান্তে প্রথম দিন থেকে প্রতিবাদের অংশ ছিলেন। তিন দশক আগে গুরমুখ সেনার সুবেদারের পদ থেকে অবসর নিয়েছেন। তিনি খুবই সুশৃঙ্খল জবন যাপন করতেন এবং ২দিন গুরুদ্বারেও যেতেন।’‌

গুরমুখের বড় ছেলে জসবীর সিং ইতালিতে থাকেন এবং তাঁর ছোট ছেলে কুলবীর সিং গ্রাম থেকে ১২ কিমি দূরে খামানোতে থাকেন। জসবীর ও কুলবীরের স্ত্রী ও সন্তানেরা গুরমুখ সিংয়ের সঙ্গেই থাকেন। স্থানীয়দের মতে, গুরমুখ সিং বহু বছর ধরে স্যাড (‌মন)‌–এর সঙ্গে যুক্ত ছিলেন। প্রাক্তন পঞ্চায়েত সতনাম সিং বলেন, '‌তাঁর এত বয়স সত্ত্বেও তাঁকে গ্রেফতার করায় আমরা খুব অবাক হয়েছি।’ মঙ্গলবার গ্রামের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেক বাসিন্দা গ্রামের জাতীয় রাজধানীর প্রতিবাদে সামিল হবেন এবং তাঁদের সামাজিকভাবে বয়কট করা হবে না। গ্রামের পঞ্চায়েত হরমন সিং বলেন, '‌এই সিদ্ধান্তে সকলে একমত হয়েছেন। গুরমুখের সমর্থনে পুরো পঞ্চায়েত ও কিছু বরিষ্ঠ সদস্য দিল্লির উদ্দেশ্যে গ্রাম ছাড়বেন।’‌ ‌

পঞ্চায়েত হরপিন্দর সিং বলেন, '‌এই গ্রামে ১২৫০ জন ভোটার রয়েছেন সকলেই এই কৃষি আইনের বিরোধী। গুরমুখের গ্রেপ্তারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে এবং আইন বাতিল করার জন্য আমরা সীমান্তে কৃষকের সংখ্যায় যুক্ত হব। এখন সিংঘুতে ২০টি গ্রামের কৃষক রয়েছেন।’‌ গ্রামের ২৫ জন ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গ্রামবাসীরা জানিয়েছেন যে স্যাড (‌মন)‌ গুরমুখের পরিবারকে আশ্বস্ত করেছেন যে গুরমুখের মুক্তির প্রচেষ্টা তাঁরা করবেন। আইনগত দিকের সহায়তা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

পপ তারকা রিহানার পর এবার কৃষকদের সমর্থনে টুইট প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফারপপ তারকা রিহানার পর এবার কৃষকদের সমর্থনে টুইট প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফার

English summary
A 80-year-old farmer was arrested by the Delhi police in connection with the Republic Day farmers' violence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X