For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অতিরিক্ত ‌ভাড়ার অভিযোগ!‌ বেঙ্গালুরুতে বন্ধ হল ওলা–উবার অটো রিকশা পরিষেবা

Google Oneindia Bengali News

‌অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার অ্যাপ-ভিত্তিক অটোদের অবৈধ ঘোষণা করল কর্নাটকের পরিবহণ দফতর। এর মধ্যে নাম রয়েছে ওলা, উবার ও র‍্যাপিডোর নাম। সম্প্রতি এই জাতীয় অটো রিকশার ন্যূনতম ভাড়া ১০০ (২ কিমি পর্যন্ত) টাকা, যা সরকার নির্ধারিত ৩০ টাকার (২কিমি পর্যন্ত, তারপর ১৫ টাকা) তুলনায় অনেকটাই বেশি। তাই কর্নাটক রাজ্য পরিবহন বিভাগ অনুমোদিত সীমার উপরে যাত্রীদের চার্জ করার জন্য উপর অ্যাপ-ভিত্তিক পরিষেবাগুলির অটো পরিষেবাগুলিতে নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানা গেছে। পরিবহন বিভাগ আগামী তিনদিনের মধ্যে বেঙ্গালুরুতে এই পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে।

বেঙ্গালুরুতে বন্ধ হল ওলা–উবার অটো রিকশা পরিষেবা

অটোর অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীরা ক্রমাগত অভিযোগ জানিয়ে আসছিলেন। পরিবহন কমিশনার টিএইচএম কুমার জানান যে তারা এই সংস্থাগুলিকে কর্ণাটক অন-ডিমান্ড ট্রান্সপোর্টেশন টেকনোলজি অ্যাগ্রিগেটর রুলস, ২০১৬-এর অধীনে লাইসেন্স দিয়েছে, শুধুমাত্র ট্যাক্সি চালানোর জন্য। নিয়ম অটোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই এই প্রক্রিয়াটি পুরোই অবৈধ। এর পাশাপাশি তিনি জানান , ভারতের প্রতিযোগিতা কমিশন ৯ সেপ্টেম্বর একটি সতর্কতা জারি করেছিল এবং ওলা, উবার এবং মেরুকে ঊর্ধ্বগতির কারণে রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রে পরিষ্কার এবং স্বচ্ছ নীতি প্রণয়ন করতে বলেছিল। যা তারা করেনি।

প্রসঙ্গত, গতমাসেই পরিবহন বিভাগে অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে রাজ্যের নাগরিকদের থেকে ২৯২টি অভিযোগ পাওয়া যায়। যাত্রীরা ই-মেইল মারফৎ মুখ্যমন্ত্রী সহ সরকারের শীর্ষ আধিকারিকদের কাছে একাধিক অভিযোগ দায়ের করেছে। পরিবহন বিভাগের পক্ষ থেকে শহরের বিভিন্ন অংশে এই ধরনের অ্যাগ্রিগেটর এবং চালকদের চিহ্নিত করার জন্য পরিদর্শন অভিযান পরিচালনা করেছে।

English summary
Ola-Uber auto rickshaw service ordered to stop in Bengaluru within three days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X