For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইলেকট্রিক স্কুটারের পর এবার সস্তায় electric car আনতে চলেছে OLA! টুইটে আরও কি জানালেন সংস্থার কর্তা?

ইলেকট্রিক স্কুটার নিয়ে এসে কার্যত চমকে দিয়েছে ওলা। ইলেকট্রিকের স্কুটারের জায়গাতে নিজের জায়গা পাকা করে ফেলেছে ওলা। এখানেই থেমে থাকলে হবে না। ভারতে একটা বিশাল ইলেকট্রিক ভেইক্যালের বাজার রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

OLA electric car: ইলেকট্রিক স্কুটার নিয়ে এসে কার্যত চমকে দিয়েছে ওলা। ইলেকট্রিকের স্কুটারের জায়গাতে নিজের জায়গা পাকা করে ফেলেছে ওলা। এখানেই থেমে থাকলে হবে না। ভারতে একটা বিশাল ইলেকট্রিক ভেইক্যালের বাজার রয়েছে।

আর সেই বাজার ধরতে লাফাতে চায় ওলা। এবার সেদিকে তাকিয়ে স্কুটারের পর এবার ইলেকট্রিক গাড়ির বাজার ধরতে চলেছে ওলা। সংস্থার কর্তা খোদ নিজে এই খবরকে মান্যতা দিয়েছেন।

তাঁর মতে, আগামী দুবছরের মধ্যে ওলা ইলেকট্রিক গাড়ির বাজারে নিজেদের জায়গা শক্ত করবে। ইলেকট্রিক গাড়ির বাজারে OLA electric car নিয়ে এসে প্রতিযোগিতাতে নামতে চায় সংস্থা।

টাটা, হুন্ডাই, মাহিন্দ্রা মতো একাধিক ভারতীয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা ইলেকট্রিক গাড়ি তৈরি করছে। এবার এই সমস্ত বড় কোম্পানিগুলির সঙ্গে পাল্লা দেবে OLA নতুন এই electric car!

 সংস্থার কর্তা এই বিষয়ে যা জানিয়েছেন...!

সংস্থার কর্তা এই বিষয়ে যা জানিয়েছেন...!

ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে এসে কার্যত ধামাকা ফেলে দিয়েছে। শোনা যাচ্ছিল সম্ভবত এবার ইলেকট্রিক গাড়ি আনতে পারে ওলা। সেই জল্পনাকে মান্যতা দিয়েছেন OLA CEO ভাবেশ আগরওয়াল।

ওলা কর্তাকে টুইটারের মাধ্যমে এক ইউজার প্রশ্ন করে যে আপনার প্রাইভেট গাড়িটি কীসে চলে? বিদ্যুৎ, পেট্রোল নাকি ডিজেলে? এর জবাবে আগরওয়াল বলেন, দুমাস আগেও গাড়ির কোনও মালিক ছিল না। এখন একটা হাইব্রিড গাড়ি আছে। আগামী ২০২৩ সালের মধ্যে একটা ইলেকট্রিক গাড়ি হবে। ওলা নিজস্ব ইলেকট্রিক গাড়ি।

অর্থাৎ তাঁর এই বক্তব্যের মধ্যে পরিষ্কার যে ওলা আগামী দুবছরের মধ্যে ইলেকট্রিক গাড়ির বাজারে প্রবেশ করতে চলেছে। জানা যাচ্ছে, ব্যাঙ্গালুরুর গ্লোবাল ডিজাইন সেন্টারে এই গাড়ি তৈরি করা হবে।

স্কুটারের মার্কেটে ধামাকা!

স্কুটারের মার্কেটে ধামাকা!

গত ১৫ অগস্ট দেশের বাজারে OLA তাঁদের স্কুটার সামনে নিয়ে এসেছে। দুটি ভ্যারিয়েন্টে এই স্কুটারগুলি নিয়ে আসা হয়েছে। e-scooter -এর ছবি প্রকাশ্যে আনেন সংস্থার কর্নধার। তাঁর টুইটের মাধ্যমে প্রথম ঝলক পাওয়া যায়।

এরপর লাইভ ইভেন্টে সংস্থার সিইও জানিয়েছেন OLA e-scooter আপাতত দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। S1 এবং S1 Pro রবিবার ওলার তরফে লঞ্চ করা হয়েছে।

সংস্থার দাবি, সাম্প্রতিক পরিস্থিতিতে যখন হু হু করে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে সেখানে S1 যুগান্তকারী একটি প্রোডাক্ট হতে চলেছে। শুধু তাই নয়, এই স্কুটারের দামও ইলেকট্রিক স্কুটারের বাজারে ঝড় তুলবে বলে মনে করছেন সংস্থার আধিকারিকরা।

 স্কুটারের দামের খুঁটিনাটি

স্কুটারের দামের খুঁটিনাটি

সংস্থার তরফে জানানো হয়েছে যে, OLA e-scooter এর S1 ভ্যারিয়েণ্টের দাম ৯৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। S1 Pro এর দাম 1,29,999 টাকা রাখা হয়েছে। বলে রাখা প্রয়োজন দুটি স্কুটারের দাম এক্স-শোরুম প্রাইশ। পুরো টাকা দিয়ে কিংবা EMI-এর মাধ্যমেও এই স্কুটার কেনা যাবে।

আর এজন্যে সংস্থার তরফে বেশ কিছু অপশন রাখা হয়েছে। যেখানে খুব সহজে EMI-এর মাধ্যমে মাসে মাসে টাকা দিয়ে এই স্কুটার কিনতে পারবেন। সংস্থার ওয়েবসাইটে সমস্ত ব্যাঙ্কের তালিকা দেওয়া হয়েছে। সেখান থেকে বেছে নিয়ে এই আবেদন করা যাবে।

৪০০ শহরে তৈরি হবে চার্জিং পয়েন্ট

৪০০ শহরে তৈরি হবে চার্জিং পয়েন্ট

ক্রমশ ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে। সেদিকে তাকিয়ে ওলা তাঁদের প্রথম ইলেকট্রিক স্কুটার সামনে নিয়ে এসেছে। তবে ভারতের বাজারে আত্মপ্রকাশ করে দিলেই তো হবে না। প্রয়োজন অন্যান্য পরিকাঠামোর।

ভারতের মাটিতে ওলা তাঁদের ইলেকট্রিক স্কুটারের জন্যে ৪০০ শহরে 1,00,000 থেকে বেশি লোকেশন কিঙ্গা টাচপয়েন্টে Hypercharger লাগাবে। যাতে ওলা স্কুটারের গ্রাহকদের চার্জিংয়ের ক্ষেত্রে কোনও অসুবিধাই থাকবে না।

কোন শহরের কোন জায়গাতে এই চার্জিং পয়েন্ট তৈরি করা হচ্ছে সেই সমস্ত বিষয় সংস্থা তাঁদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন।

 দুনিয়ার পঞ্চম অটো মার্কেট ভারত!

দুনিয়ার পঞ্চম অটো মার্কেট ভারত!

একটি রিপোর্ট অনুসারে বিশ্বের অন্যতম বড় অটো মার্কেট ভারত। এই মুহূর্তে বিশ্বের তাবড় তাবড় দেশকে পিছনে ফেলে পঞ্চম স্থানে রয়েছে ভারত। প্রত্যেক বছর ৩০ লক্ষেরও বেশি গাড়ি বিক্রি হয়। ভারতের বাজারে ক্রমশ ইলেকট্রিক গাড়ির বাজার তৈরি হচ্ছে। পেট্রোল-ডিজেলের দাম বাড়তে থাকায় এই জায়গা তৈরি হচ্ছে। সরকার ইলেকট্রিক গাড়ি বিক্রির টার্গেট শেট করে দিয়েছে। একদিকে দূষণের মারা কমবে অন্যদিকে জ্বালানির ক্ষেত্রেও ভারতকে অন্য দেশের উপর কম নির্ভর করতে হবে।

English summary
Ola to launch electric car in 2023
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X