For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনি কি অ্যাপ ক্যাব ভক্ত! তবে নিরাপত্তা নিয়ে আবার সাবধান হওয়ার সময় এসেছে

এয়ারপোর্টগামী এক মহিলাযাত্রীর ওপর হামলা ও অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল এক ওলা চালককে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।

  • |
Google Oneindia Bengali News

এয়ারপোর্টগামী এক মহিলাযাত্রীর ওপর হামলা ও অপহরণের অভিযোগে গ্রেফতার করা হল এক ওলা চালককে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।

আপনি কি অ্যাপ ক্যাব ভক্ত! তবে নিরাপত্তা নিয়ে আবার সাবধান হওয়ার সময় এসেছে

রাতে ক্যাবে উঠেছিলেন ওই মহিলা। যাত্রীর চিৎকার এবং জানালা দিয়ে সাহায্যের আবেদন করে দৃষ্টি আকর্ষণের জেরে অন্য গাড়ির চালকরা বেল্লারি রোডের কেআইএ প্লাজার সামনে রাস্তা ব্লক করে দেন। অন্য গাড়ির চালকরা ওলা ক্যাবের চালক সুরেশ কুমারকে (২৮) গাড়ি থেকে টেনে নামান। তারা পুলিশের হাতে তুলে দেন এই অভিযুক্তকে। পূর্ব বেঙ্গালুরুর বনসাওয়াদির বাসিন্দা এই সুরেশ কুমার।

পুলিশের তরফে অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং অপহরণের মামলা দায়ের করা হয়েছে। মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগও আনা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

ওই মহিলা উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার রাত ১১.৩০ নাগাদ কাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার জন্য বেসরকারি সংস্থার কর্মী এবং ইন্দিরা নগরের বাসিন্দা ওই মহিলা অ্যাপ ক্যাব বুক করেছিলেন। অফিসের কাজে তিনি মুম্বই যাচ্ছিলেন। তাঁর বিমান ছিল পরেরদিন সকাল ৫.১০-এ।

ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, ক্যাবে ওঠার পর থেকেই তিনি ভয়ে ভয়ে ছিলেন। কেননা সেখান থেকে মদের গন্ধ বেরোচ্ছিল।

মহিলা পুলিশকে আরও জানিয়েছেন, তিনি দেখেছিলেন চালক মত্ত অবস্থায় রয়েছে। চালকে বারবার রিয়ার ভিউ মিরর দিয়ে তাঁর দিকে তাকাচ্ছিল বলে জানিয়েছেন ওই মহিলা। এলাহাঙ্কা জংশনে পৌঁছে চালক গাড়ির গতি প্রায় ঘন্টায় ১০০ কিমি করে দেয়।

বিমানবন্দরের কাছাকাছি পৌঁছে গাড়ির গতি আস্তে না করায় এবং পরবর্তী মুহূর্তে অন্য রাস্তা ধরায় প্রথমে চালকের দৃষ্টি আকর্ষণ করেন। তাতে কোনও কাজ না হওয়ায় ওই যাত্রী চিৎকার করতে থাকেন। তাতেত কাজ না হওয়ায় টোল প্লাজার সামনে গাড়ি আসতেই তা আস্তে হওয়ার সঙ্গে সঙ্গে শেষ সুযোগ মনে করে আবারও চিৎকার করতে থাকেন ওই মহিলা। এই সময় অন্য গাড়ির চালকরা ক্যাবটিকে প্রায় ৪০০ মিটার মতো ধাওয়া করেন। এরপর রাস্তা আটকে ধরা হয় ওই চালককে।
ওলার তরফ থেকে তাদের মুখপত্র জানিয়েছেন, তাঁরা এই ঘটনায় দুঃখিত। অভিযুক্তকে ওলা থেকে সরিয়ে দেওয়ার কথাও জানিয়েদেন তিনি।

English summary
Ola driver is arrested for kidnapping Bengaluru airport-bound woman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X