For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের আগে দেশে জ্বালানির দাম বৃ্দ্ধির মাঝে মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান

ভোটের আগে দেশে জ্বালানির দাম বৃ্দ্ধির মাঝে মুখ খুলে বড়সড় 'আশ্বাস' ধর্মেন্দ্র প্রধানের

  • |
Google Oneindia Bengali News

একটা সময় লকডাউনের জেরে রাস্তায় গাড়ি বের হতে দেখা যায়নি। সেই সময় জলের দরে বিকিয়েছে জ্বালানি! এরপর দেশের লকডাউনের এক বছর পূর্তির আগেই ভারতে জ্বালানির দাম আকাশ ছোঁয়া। সামনেই ভোট। তার আগে এভাবে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান।

 পেট্রোলের দাম ও মোদী সরকারের জিএসটি ভাবনা

পেট্রোলের দাম ও মোদী সরকারের জিএসটি ভাবনা

ভারতের পেট্রোলের দাম কার্যত সমস্ত রেকর্ড ভেঙে এগিয়ে যেতে শুরু করেছে। ইতিমধ্যেই পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকার অঙ্ক ছাড়িয়েছে। সেই জায়গা থেকে মোদী সরকার পেট্রোলিয়ামকে জিএসটির আওতায় রাখবে বলে ভাবনা চিন্তা করছে। এই খবর জানিয়েছে, 'বিজনেস ইনসাইডার'।

 তৈল মন্ত্রীর কী বক্তব্য?

তৈল মন্ত্রীর কী বক্তব্য?

এদিকে, কেন্দ্রীয় তৈলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, 'অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক মার্কেটে বেড়ে যাওয়ায় কনজিউমার প্রাইস (পেট্রোল, ডিজেলের) দাম বাড়ছে। এটা কমতে থাকবে।'

কেন বাড়ছে দাম?

কেন বাড়ছে দাম?

ধর্মেন্দ্র প্রধানের দাবি, কোভিড লকডাউনের কারণে বিশ্ব জুড়ে বিশ্ব জুড়ে তেলের চাহিদা বাড়লেও, তার যোগানে স্বল্পতা রয়েছে। আর তার জেরেই এই হাল। তিনি জানান, জিএসটির আওতায় পেট্রোলিয়ামকে আনার বন্দোবস্ত মোদী সরকার করতে শুরু করেছে। এজন্য কাউন্সিলের কাছে প্রস্তাব রাখা হয়েছে। গোটা বিষয়টিই কাউন্সিলের উপর নির্ভর করছে।

 দেশের বহু শহরে কেন বাড়ছে দাম?

দেশের বহু শহরে কেন বাড়ছে দাম?

প্রসঙ্গত, দেশের একাধিক শহরে দাম বৃদ্ধির নেপথ্যে যে সেই রাজ্যের শুল্ক একটি দায়ের দিক, তা জানান ধর্মেন্দ্র প্রধান। এবিষয়ে কংগ্রেসের তোপের জবাব দিয়ে তিনি কংগ্রেস শাসিত রাজস্থান ও কংগ্রেস জোট শাসিত মহারাষ্ট্রের প্রসঙ্গ তোলেন। উল্লেখ্য, তেলের দাম মুম্বইতে ১০০ টাকার কাছে প্রতি লিটারের কাছাকাছি রয়েছে, রাজস্থানে দাম ১০০ টাকা ছুঁয়েছে লিটার প্রতি।

তৃণমূলের উপমুখ্যমন্ত্রী সিদ্দিকি, আর জোটের মুখ্যমন্ত্রী মান্নান! নয়া সমীকরণে জল্পনাতৃণমূলের উপমুখ্যমন্ত্রী সিদ্দিকি, আর জোটের মুখ্যমন্ত্রী মান্নান! নয়া সমীকরণে জল্পনা

English summary
Oil minister Dharmendra Pradhan says Rising global crude oil prices contributing to higher petrol
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X