For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে অনুপ্রবেশে জঙ্গি সংগঠনকে সাহায্য করছে না স্থানীয় কর্মীরা, দাবি গোয়েন্দাদের

কাশ্মীরে অনুপ্রবেশে জঙ্গি সংগঠনকে সাহায্য করছে না স্থানীয় কর্মীরা, দাবি গোয়েন্দাদের

Google Oneindia Bengali News

জঙ্গি সংগঠন এবং তাদের স্থানীয় কর্মীরা (‌ওজিডব্লিউ)‌ উপত্যকার আইন–শৃঙ্খলা ভঙ্গের জন্য যৌথভাবে অভিযান চালাচ্ছে। এই তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছে কাশ্মীরের সুরক্ষা বাহিনী। তবে জানা গিয়েছে, সেনার এনকাউন্টারের ভয়ে অনেক ওজিডব্লিউ কর্মীরা জঙ্গি সংগঠনদের সমর্থন দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই জঙ্গিরা এখন কাশ্মীরে অনুপ্রবেশ করার জন্য বিভিন্ন রুটকে ব্যবহার করছে।

কাশ্মীরে অনুপ্রবেশে জঙ্গি সংগঠনকে সাহায্য করছে না স্থানীয় কর্মীরা, দাবি গোয়েন্দাদের


সূত্রের খবর, স্থানীয় পুলিশ ও গোয়েন্দাদের কাছে রেকর্ড রয়েছে যে ওজিডব্লিউ কর্মীদের সমর্থন না পেয়ে জঙ্গি সংগঠনের নেতারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ফিরে যাচ্ছে। বিশ্বস্ত সূত্রের খবর, বামডুরা, কোকেরনাগে সম্প্রতি এক বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিল হিজবুল মুজাহিদিনের জেলা কম্যান্ডার তারিক খান, অন্য জঙ্গি নেতা হায়দার জিহাদি এবং আরও জঙ্গি সংগঠনের ১৬–১৭জন জঙ্গি। সেই বৈঠকে ঠিক হয় উপত্যকাকে ভাগ করে এক–একজন আলাদা আলাদে ভাগে প্রবেশ করবে। তবে কোনও স্থানীয় ওজিডব্লিউর সাহায্য ছাড়াই। গোয়ন্দা সংস্থা ও জম্মু–কাশ্মীর পুলিশ জানতে পেরেছে যে উপত্যকার যে জায়গাগুলিতে এখনও জঙ্গি সংগঠন তাদের পা রাখেনি, সেইসব জায়গাগুলিই এবার পড়তে চলেছে বিপদের মধ্যে। সেখানে ব্যাপক পরিমাণে পুলিশ বাহিনী নিয়োগ করা হয়েছে। গোয়েন্দা সূত্রে বলা হয়েছে, '‌একজন জঙ্গি যে অনু্প্রবেশের চেষ্টা করছিল কিন্তু স্থানীয় কর্মীদের সহযোগিতা না পেয়ে আবার পাক অধিকৃত কাশ্মীরে ফিরে যায়। অনেকদিন ধরেই সে ওখানে রয়েছে এবং সে তার উদ্দেশ্য সফল করতে ব্যর্থ হয়েছে।’‌

জম্মু–কাশ্মীর পুলিশের দাবি, জঙ্গি সংগঠনের স্থানীয় কর্মীরা জঙ্গিদের হার্ডওয়্যার দিতে ব্যর্থ হয়েছে এবং জঙ্গি কার্যকলাপের জন্য অন্য রাস্তা দিয়ে তাদের অনুপ্রবেশও করাতে পারেনি তারা। গত মাসেই সেনার হাতে ধরা পড়েছে হিজবুলের শীর্ষ নেতা। এখনও সেনা তল্লাশি চালাচ্ছে মহম্মদ আমিন, রিয়াজ আহমেদ ও মদাসির হুসেন নামে তিন জঙ্গির। যারা গা ঢাকা দিয়ে রয়েছে কাশ্মীরে।

English summary
a meeting was held in Bamdoora, Kokernag recently where district commander of Hizbul Mujahideen (HM), Tariq Khan, another terrorist leader Haider Jihadi and 16-17 other terrorists met to avoid the emergence of fractions among outfits and decided to divide the area
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X