For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা নির্বাচন নিয়ে আপত্তিকর টুইট, কমিশনের নোটিস বিজেপি প্রার্থীকে

বিধানসভা নির্বাচন নিয়ে আপত্তিকর টুইট, কমিশনের নোটিস বিজেপি প্রার্থীকে

Google Oneindia Bengali News

দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি প্রার্থী কপিল মিশ্রকে নোটিস পাঠালো নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন, '‌বৃহস্পতিবার রাতে আমি নির্বাচন কমিশনের নোটিস পেয়েছি, আমি শুক্রবার আমার জবাব পাঠাব। আমি সত্যি কথাই বলব। আমি আমার বিবৃতিতে অচল থাকব।’‌ প্রসঙ্গত, বিজেপির মডেল টাউনের প্রার্থী দিল্লির বিধানসভা নির্বাচনকে ভারত–পাকিস্তানের মধ্যে নির্বাচন হচ্ছে বলে টুইটারে উল্লেখ করেন। নির্বাচন কমিশন বিজেপি নেতার এই টুইটের পরিপ্রেক্ষিতে দিল্লি মুখ্য নির্বাচন আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠায়। এরপরই রিটার্নিং অফিসার নোটিস জারি করে।

বিতর্কিত টুইট

বিতর্কিত টুইট

মডেল টাউনের বিজেপি প্রার্থী টুইটারে লেখেন, ‘‌৮ ফেব্রুয়ারি দিল্লির রাস্তায় ভারত-পাকিস্তানের মধ্যে নির্বাচন হতে চলেছে।'‌ একগুচ্ছ উস্কানিমূলক টুইটে এও বলা হয় যে অশান্তি সৃষ্টিকারী পাকিস্তানীরা দিল্লির রাস্তায় রয়েছে। বিজেপি প্রার্থীকে দেওয়া নোটিসে বলা হয়েছ, ‘কোনও দল বা প্রার্থী এমন কোনও ক্রিয়াকলাপে সঙ্গে জড়িত থাকবে না যা বিদ্যমান পার্থক্যকে বাড়িয়ে তুলতে পারে বা পারস্পরিক বিদ্বেষ তৈরি করতে পারে বা বিভিন্ন বর্ণ ও সম্প্রদায়, ধর্ম ও ভাষার মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে।'‌ বিজেপি নেতা তাঁর টুইটে সরাসরি না বললেও বোঝাই যাচ্ছে যে তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে শাহিন বাগ ও অন্যান্য অঞ্চলের প্রতিবাদের কথাই বোঝাচ্ছেন।

শাহিন বাগ প্রসঙ্গে বিজেপি নেতার টুইট

শাহিন বাগ প্রসঙ্গে বিজেপি নেতার টুইট

শাহিন বাগের আন্দোলন নিয়ে কপিল মিশ্র সরাসরি কটাক্ষ করে বলেন, ‘‌শাহিন বাগের রাস্তা দখল হয়ে রয়েছে, কেউ স্কুল, অফিস, হাসপাতালে যেতে পারছেন না, উত্তেজিত স্লোগান দেওয়া হচ্ছে। এই লজ্জাজনক আন্দোসনকে সমর্থন জানিয়ে মণীশ সিসোদিয়া শাহিন বাগের পাশে আছেন, এর অর্থ এটা রাজনৈতিক আন্দোলন।'‌

 শাহিন বাগের প্রতিবাদ

শাহিন বাগের প্রতিবাদ

কপিল মিশ্র আম আদমি পার্টি ছেড়ে সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘‌শাহিন বাগের মধ্য দিয়ে পাকিস্তান প্রবেশ নিয়েছে। দিল্লিতে অনেক ছোট ছোট পাকিস্তান গড়ে উঠেছে। ভারতীয় আইনকে শাহিন বাগ, চাঁদবাগ, ইন্দ্রলোকে অনুসরণ করা হচ্ছে না।' কপিল মিশ্র প্রায়শই নিজেকে বিতর্কের মধ্যে ঠেলে দিয়েছেন, এ বছরের নির্বাচনে আপ প্রার্থী অখিলেশপতি ত্রিপাঠীর বিরুদ্ধে লড়বেন তিনি। গত বছরের দিওয়ালিতে সাম্প্রদায়িকতা নিয়ে বিতর্কিত টুইট করে সমালোচিত হয়েছিলেন তিনি। ‌‌

অর্থনীতিতে ধাক্কা খেলেও মোদীর 'ব্র্যান্ড ভ্যালু' অটুট! সিএএ পরবর্তী জমানায় সমীক্ষার রিপোর্ট কী বলছে অর্থনীতিতে ধাক্কা খেলেও মোদীর 'ব্র্যান্ড ভ্যালু' অটুট! সিএএ পরবর্তী জমানায় সমীক্ষার রিপোর্ট কী বলছে

English summary
The Returning Officer issued a notice to Mishra over his tweet where the BJP’s Model town candidate had referred upcoming Assembly elections in Delhi as ‘contest between India and Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X