For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোটে কোথায় থেকে লড়বেন তা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন মোদী

উত্তর ও উত্তর পূর্ব ভারত জয় করার পর এবার বিজেপির পরবর্তী টার্গেট পূর্ব ভারত।

  • |
Google Oneindia Bengali News

উত্তর ও উত্তর পূর্ব ভারত জয় করার পর এবার বিজেপির পরবর্তী টার্গেট পূর্ব ভারত। আর সেই লক্ষ্যেই নিজের কেন্দ্র বারাণসী ছেড়ে এবার পূর্ব ভারতের ওড়িশা থেকে সম্ভবত দাঁড়াতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরী কেন্দ্র থেকে লোকসভায় মোদীর প্রার্থী হওয়ার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে।

ফোকাস পূর্বে

ফোকাস পূর্বে

পূর্ব ভারতে বিজেপি এবারের লোকসভায় আরও বেশি ফোকাস করতে চলেছে। ফলে এক্ষেত্রে নরেন্দ্র মোদীই যে সবচেয়ে বড় বাজি হবেন তা বলাই বাহুল্য। আর সেটা মাথায় রেখেই দলীয় নেতৃত্ব এগোতে চাইছে।

লড়াই এবার পুরী থেকে

লড়াই এবার পুরী থেকে

২০১৪ সালে উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লড়াই করেন। এছাড়া দাঁড়ান গুজরাতের বরোদা থেকে। এবার তিনি লড়বেন ওড়িশার পুরী থেকে। এমনটাই মনে করছেন সেরাজ্যের বিজেপি নেতা-কর্মীরা। বিজেপি নেতা প্রদীপ পুরোহিত, যিনি সেরাজ্যের পদমপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী, তিনি বলছেন, পুরী কেন্দ্র থেকেই এবার সম্ভবত মোদী লড়বেন বলে ঠিক করেছেন।

প্রস্তাব ওড়িশার

প্রস্তাব ওড়িশার

এর আগে বিজেপি সভাপতি বসন্ত পণ্ডা জানিয়েছিলেন, ওড়িশা ইউনিট প্রস্তাব দিয়েছে যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরী কেন্দ্র থেকে লোকসভা ভোটে দাঁড়ান।

মোদী ম্যাজিকের আশা

মোদী ম্যাজিকের আশা

এবছরই ওড়িশায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এরাজ্যে বিজু জনতা দল ক্ষমতায় রয়েছে। তবে বিজেপি রাজ্যে দারুণ প্রতিপক্ষ হিসাবে উঠে এসেছে। ভোটে জয়ের ইঙ্গিতও রয়েছে। মোদী পুরী থেকে দাঁড়ালে তা অনুঘটকের কাজ করবে। সেই ফ্যাক্টরও মাথায় রাখা হচ্ছে।

নজর উত্তর-পূর্বেও

নজর উত্তর-পূর্বেও

২০১৪ সালের ভোটে হিন্দি বলয় - উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, ছত্তিশগড়ে বিজেপি দারুণ জয় পায়। তবে সাম্প্রতিক ভোটে কয়েকটি রাজ্যে বিজেপি হেরে গিয়েছে। তাই ওড়িশা, পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে জয়ের অনুপাত বাড়িয়ে ক্ষতি পুষিয়ে দিতে চায় গেরুয়া শিবির। এক্ষেত্রে মোদীর পুরী থেকে দাঁড়ানো বড় অনুঘটক হতে পারে।

English summary
Odisha's Puri may become Narendra Modi's new constituency for Lok Sabha polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X