For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য বিধানসভায় পাস হল ওড়িশা লোকায়ুক্ত বিল ২০১৪

Google Oneindia Bengali News

রাজ্য বিধানসভায় পাস হল ওড়িশা লোকায়ুক্ত বিল ২০১৪
ওড়িশা, ১৫ ফেব্রুয়ারি : জন লোকপাল নিয়ে যখন উত্তাল দিল্লি বিধানসভা তখন নিঃশব্দে ওড়িশা বিধানসভায় পাস হল ওড়িশা লোকায়ুক্ত বিল। বিলের বিধানে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও জনআধিকারিকদের রাখা হয়েছে। যা দুর্নীতিবিরোধী ৬ সদস্যে প্যানেলের আওতায় থাকবে। ২০১৩ সালে কেন্দ্রীয় সরকার আইন পাস করার পরে প্রথম ওড়িশাই এই বিল কার্যকরী করল।

ওড়িশার রাজ্য বিধানসভায় ১২ ফেব্রুয়ারি প্রথম বিলটি আনা হয়। দু দিনের আলোচনার পর সর্বসম্মতভাবে বিলটি পাস হয়। কেন্দ্রীয় সরকারের আইন অনুসারেই এই বিলের বিধান করা হয়েছে।

আইন অনুযায়ী হাই কোর্টের বর্তমান বা প্রাক্তন বিচারক লোকায়ুক্তের চেয়ারম্যান পদে থাকবে। আর কমিশনে অন্তত দুজন বিচারবিভাগীয় সদস্য থাকতে হবে। একজন মহিলা বা তফশিলি জাতি সদস্য থাকতে হবে। বাকি তিন জনকে অবিচারবিভাগীয় সদস্য হতে হবে।

English summary
Odisha Lokayukta Bill 2014 passed by the Assembly of the state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X