For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারী দিবসে ওড়িশা সরকারের বড় ঘোষণা! স্বনির্ভর গোষ্ঠীদের জন্য গঠিত নয়া দফতর

Google Oneindia Bengali News

নারী দিবস উপলক্ষে বড় ঘোষণা ওড়িশা সরকারের। সেরাজ্যের মহিলা স্বনির্ভর গোষ্ঠীদের আরও শক্তিশালী করতে নয়া দফতর গঠনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এই নয়া দফতরের নাম রাখা হয়েছে মিশন শক্তি। গত শনিবার অর্থাৎ, ৬ মার্চ এই সংক্রান্ত ঘোষণা করা হয়েছিল ওড়িশা সরকারের তরফে।

নারী দিবসে ওড়িশা সরকাররে বড় ঘোষণা! স্বনির্ভর গোষ্ঠীদের জন্য গঠিত নয়া দফতর

মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সভাপতিত্বে ওড়িশা সরকারের মন্ত্রিসভা এই নয়া দফতর গঠনের সিদ্ধান্তে সিলমোহর দেয়। এদিকে শক্তি মিশন দফতের অধীনে মিশন শক্তি অ্যান্ড ওড়িশা লাইভলিহুড মিশন নামক একটি ডিরেক্টোরেটও চালি করা হয়েছে। এর আগে ২০২০ সালের ৮ মার্চেই এই সংক্রান্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এবং সেই ঘোষণার এক বছরের মধ্যেই তা বাস্তবায়িত করল তাঁর সরকার।

এই বিষয়ে রাজ্য সরকারের এক আধিকারিক বলেন, 'এই নতুন দফতরটি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে বহু দূর এগিয়ে যাবে। এই দফতর স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজে সাহায্য করতে শহর এবং গ্রামীণ এলাকাতে সমান ভাবে কাজ করবে। এই দফতর স্বনির্ভর গোষ্ঠীর অভিযানকে আরও শক্তিশালী করবে। এতে মহিলাদের ক্ষমতায়ন সম্ভব হবে।'

English summary
Odisha govt to create Department of Mission Shakti to strengthen women Self Help Groups
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X