ব্র্যান্ড মোদীকে পিছনে ফেলে ওড়িশা উপনির্বাচনে নবীন ম্যাজিক, এগিয়ে বিজু জনতা দল
দেশজুড়ে লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। মোদী ঝড়ে লোকসভায় বিজেপি একচেটিয়া প্রভাব বজায় রেখেছিল প্রায় গোটা দেশেই। ওড়িশাতেও লোকসভা নির্বাচনে আশাতীত সাফল্য পেয়েছিল বিজেপি। তবে নবীন পট্টনায়েকের ক্যারিশমাতেই ওড়িশা বিধানসভা নির্বাচনে সেভাবে দাগ কাঁটতে পারেনি বিজেপি।

ওড়িশার দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়
সেই আবহে ২০২০ সালে ওড়িশার দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে বিজেপি তাদের প্রভাব বিস্তার করার জন্যে ঝাঁপিয়েছিল। সেই মতো দুটি আসনের একটিতে এগিয়েও গিয়েছিল বিজেপি। তবে ভোট গণনা যত এগিয়েছে ততই বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বিজু জনলা দল। বিজেডি দুটি আসনেই এগিয়ে।

বিধানসভা নির্বাচনে জেতে বিজু জনতা দল
এর আগে ওড়িশা বিধানসভার ১৪৭টি আসনে ১১২টি আসনে জিতেছিল বিজেডি। তবে লোকসভা নির্বাচনে ২১টি লোকসভা আসনের মধ্যে ১১ আসনে জিতেছিল নবীনের দল। সেখানে বেশ ভালো ফল করে বিজেপি। গেরুয়া শিবিরের ঝুলিতে গিয়েছিল ৯টি লোকসভা আসন। কংগ্রেস পেয়েছিল মাত্র একটি লোকসভা আসন।

ওড়িশাতে পিছিয়ে পড়ছে বিজেপি
তবে ২০১৯ সালের লোকসভায় ২১টির মধ্যে ৯টি আশন জিতে গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিলেও একই সময় অনুষ্ঠিত হওয়া বিধানসভায় খুবই বাজে ফল করেছিল বিজেপি। মাত্র ২৩টি আসনে জয় করে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে বিধানসভাতে গেলেও সেই অর্থে বিজেডিকে কোনও চ্যালেঞ্জই জানাতে পারেনি পদ্ম শিবির। সেই একই ভাবে এই উপনির্বাচনেও বিজেডির কাছে পিছিয়ে পড়েছে বিজেপি।

মণিপুর উপনির্বাচনেও পদ্ম শিবিরের জয়জয়কার, উত্তরপূর্বে আরও শক্তি বাড়ানোর পথে বিজেপি