For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেলিভিশন চ্যানেলের মালিক বিজেপি সাংসদের সংস্থা পুলিশের নজরে! অবৈধ জমি দখল ঘিরে খুর্দায় পারদ তুঙ্গে

টেলিভিশন চ্যানেলের মালিক বিজেপি সাংসদের সংস্থা পুলিশের নজরে! অবৈধ জমি দখল ঘিরে খুর্দায় পারদ তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

টেলিভিশন চ্য়ালেনের সাংবাদিক অর্ণব গোস্বামীর গ্রেফতারির পর এবার এক জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের মালিক সাংসদ জয় পান্ডা পুলিশের স্ক্যানারে। ওড়িশার বিজেপি সাংসদ বিজয়ন্ত পান্ডা যিনি নিজেকে জয় পান্ডা বলে পরিচিতি দেন, তাঁর সংস্থা 'ওড়িশা ইনফ্রাটেক' এর বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ রয়েছে। আর সেই মর্মে এবার নবীন পট্টনায়কের সরকারের পুলিশের 'ইকোনমিক অফেন্স উইং ' পদক্ষেপ নিতে শুরু করেছে।

জমি দখল ঘিরে কাকে গ্রেফতারি?

জমি দখল ঘিরে কাকে গ্রেফতারি?

ওড়িশার বিখ্যাত ওটিভি নেটওয়ার্কের সিএফও মনোরঞ্জন সারাঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত, এই চ্যানেলটিই বিজেপি সাংসদ জয় পান্ডার চ্যানেল বলে পরিচিত। এদিকে ধৃত সারাঙ্গি ওড়িশা ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ছিলেন।

 গুরুতর অভিযোগে বিজেপি সাংসদের সংস্থা

গুরুতর অভিযোগে বিজেপি সাংসদের সংস্থা

ওড়িশার খুর্গা এলাকার বেগুনিয়া গ্রামের সারাউ এলাকার জয় পান্ডার সংস্থা জোর করে জমি দখল করেছে বলে এক তপশিলি জাতির প্রতিনিধি অভিযোগ তোলেন। অভিযোগের ভিত্তিতে অপরাধমীলক একাধিক মামলার পাশাপাশি শিডিউল কাস্ট ও শিডিউল ট্রাইব সংক্রান্ত বেশ কয়েকটি ধারাও ওই মামলায় সংযুক্ত করেছে ওড়িশা ক্রাইম ব্র্যাঞ্চ।

পাল্টা ওটিভির বার্তা

পাল্টা ওটিভির বার্তা

এদিকে ওটিভির তরফে জানানো হয়েছে, কনও রকমের নোটিস আগে না দিয়ে এই গ্রেফতারি নিছ কই সরকারের দমন পীড়নের নামান্তর। এর আগে ১৩ টি মিথ্য়া মামলায় ওটিভিকে ফাঁসানো হয়েছে বলে জানিয়েছে চ্যানেল। গত ২ মাস ধরে এমন হেনস্থা চলছে বলে তাদের দাবি। এদিকে, ওটিভির কর্তার এমন গ্রেফতারিতে বিজেপির সঙ্গেল কংগ্রেসও তীব্র নিন্দা করেছে।

পাকিস্তানে গুরুদোয়ারার নিয়ন্ত্রণ শিখদের থেকে ছিনিয়ে নিলেন ইমরান! কার্তারপুর নিয়ে রোষানল তুঙ্গেপাকিস্তানে গুরুদোয়ারার নিয়ন্ত্রণ শিখদের থেকে ছিনিয়ে নিলেন ইমরান! কার্তারপুর নিয়ে রোষানল তুঙ্গে

English summary
Odisha BJP leader and OTV owner Jaypanda under scanner for illeagaly grabing land
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X