For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলা জেলাশাসককে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিতর্কে মধ্যপ্রদেশের বিজেপি নেতারা

Google Oneindia Bengali News

মহিলা প্রশাসকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা বদ্রীলাল যাদব। গেরুয়া শিবিরের নেতা বদ্রীলাল যাদব বুধবার মধ্যপ্রদেশের রাজগড় জেলার মহিলা জেলা কালেক্টর নিধি নিবেদিতার বিরুদ্ধে অশ্লীল ও আপত্তিজনক মন্তব্য করেছিলেন।

বিজেপি সমাবেশে কলেক্টরের নামে অশালীন মন্তব্য

বিজেপি সমাবেশে কলেক্টরের নামে অশালীন মন্তব্য

রবিবার রাজগড় জেলার বিয়াওড়া শহরে জেলা কলেক্টর এবং তাঁর ডেপুটি প্রিয়া ভার্মারা সিএএ সমর্থকদের এবং বিজেপি কর্মীদের চড় মারার প্রতিবাদে আয়োজিত করা হয়েছিল একটি সভা। বিজেপির সেই সমাবেশের মঞ্চ থেকে এই মন্তব্য করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী যাদব।

'কংগ্রেস নেতাকর্মীদের প্রশ্রয় দেন জেলাশাসক'

'কংগ্রেস নেতাকর্মীদের প্রশ্রয় দেন জেলাশাসক'

বিয়াওড়া শহরের জনসভায় বক্তব্য দেওয়ার সময় যাদব অভিযোগ করেন যে মহিলা কলেক্টর কংগ্রেস নেতাকর্মীদের প্রশ্রয় দেন। এবং কংগ্রেসকে তুষ্ট করতেই বিজেপি কর্মীদের বিরুদ্ধে চড়-থাপ্পড় ও বেত ব্যবহার করেছিলেন। অপর এক বিজেপি নেকা তথা রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ সীতাস্মরণ শর্মা বলেন, 'কলেক্টর যদি মহিলা না হতেন তবে আমাদের কর্মীরা তাঁর হাত ঘুরিয়ে দিত।'

বিজেপি কর্মীদের মারতে দেখা যায় জেলাশাসককে

বিজেপি কর্মীদের মারতে দেখা যায় জেলাশাসককে

কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব আইনের বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভের আবহ। তবে বিভিন্ন জায়গায় সিএএ-র সমর্থনেও মিছিল বের করছে বিজেপি। সেরকমই একটি মিছিল বের হয়েছিল মধ্যপ্রদেশের বিয়াওড়াতে। সেই মিছিল ঘিরেই মিছিল ঘিরে এবার ধুন্ধুমার বাঁধে। সেখানেই জেলাশাসক এবং উপ জেলাশাসককে বিজেপি কর্মীদের মারার দৃশ্য ক্যামেরা বন্দি হয়।

পুলিশের বক্তব্য

পুলিশের বক্তব্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। সেই নিয়ম না মেনেই বিজেপি মিছিল করছিল বলে জানান হয়েছে। তাই মিছিল আটকানো হলে বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। অভিযোগ, উপ জেলাশাসক বিজেপি কর্মী-সমর্থকদের লাথি, চড়, ঘুষি পর্যন্ত মারে। বিজেপির তরফেঅভিযোগ, উপ জেলাশাসক প্রথমে তাদের এক সমর্থককে কলার ধরে গালে চড় মারেন, সেই থেকেই ঝামেলার সূত্রপাত। মধ্যপ্রদেশের এই মিছিলের ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়।

English summary
objectionable remarks by bjp leaders on women district collectors who slapped CAA supporters in madhya pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X