For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা দেখলে কষ্ট পেতেন গান্ধীজি : ওবামা

Google Oneindia Bengali News

ওয়াশিংটন, ৬ ফেব্রুয়ারি : কিছুদিন আগেই ভারত সফর সেরে গিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। বৃহস্পতিবার নিজের বক্তৃতায় সেই ভারতেরই উদাহরণ টানলেন ধর্মীয় স্বাধীনতা ব্যাখ্যা করতে গিয়ে। ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার জন্য আবেদন জানান ওবামা। একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, কীভাবে বিশ্বাস মানুষকে সঠিকপথে চালিত করতে পারে, কিন্তু এই বিশ্বাসকেই আবার অস্ত্র হিসাবেও ব্যবহার করা হতে পারে।

ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা দেখলে কষ্ট পেতেন গান্ধীজি : ওবামা

'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে' ২৫ মিনিটের বক্তৃতায় তিনি, ভারত সফরকে 'অবিশ্বাস্য সুন্দর একটি দেশ, মহৎ বৈচিত্রপূর্ণ' বলে ব্য়াখ্যা করেন। কিন্তু একইসঙ্গে তিনি এও বলেন, "বিগত কয়েক বছরে বিভিন্ন ধর্মের ধর্মবিশ্বাসী মানুষরা অন্য ধর্মে বিশ্বাসী মানুষের দ্বারা আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র নিজেদের ঐতিহ্য ও বিশ্বাসের জন্য। এইধরণের অসহিষ্ণুতা দেখলে গান্ধীজি, যে মানুষটি দেশকে স্বাধীন করতে সাহায্য করেছিলেন, নিশ্চয় কষ্ট পেতেন।"

ওবামা আরও বলেন, "এটা কোনও একটা গোষ্ঠী বা ধর্মাবলম্বী মানুষের ক্ষেত্রে নয়, এই ধরনের মানসিকতা আমাদের মধ্যে রয়েছে। এই অপরাধমূলক প্রবণতা আমাদের বিশ্বাসকে বিকৃত ও ভ্রষ্ট করতে পারে।"

English summary
Acts of Religious Intolerance in India Would Have Shocked Gandhi: Barack Obama
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X