For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদীকে 'কাজের মানুষ' সম্বোধন বারাক ওবামার

Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদীকে 'কাজের মানুষ' সম্বোধন বারাক ওবামার
নেয় পিও তও, মায়ানমার, ১৩ নভেম্বর : মায়ানমারের 'আসিয়ান' সম্মেলনে ফের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হলেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। আর এই সম্মেলনেই নরেন্দ্র মোদীকে 'কাজের মানুষ' বলে সম্বোধন করলেন ওবামা।

ছয় সপ্তাহের মধ্যে এই নিয়ে মোদী ও ওবামা একে অপরের সঙ্গে দ্বিতীয়বার মুখোমুখি হলেন। বুধবার মায়ানমারের রাষ্ট্রপতি থেইন সেইনের দেওয়া নৈশভোজে মুখোমুখি হন মোদি-ওবামা। এ আগে ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে বারাক ওবামার দেওয়া নৈশভোজে হাজির ছিলেন নরেন্দ্র মোদি।

নৈশ্যভোজের পর বিদেশমন্ত্রকের মুখপাত্র সঈদ আকবরউদ্দিন টুইট করে জানিয়েছেন, "নৈশ্যভোজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাষ্ট্রপতি ওবামা 'আপনি কাজের মানুষ' বলে অভিনন্দন জানিয়েছেন"। একইসঙ্গে সূত্রের তরফে এও জানানো হয়েছে, নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথন দেখা হওয়ার পর তাঁর মাতৃভাষা গুজরাতিতে ওবামা জিজ্ঞাসা করেন 'কেম ছো?' বাংলায় যার অর্থ কেমন আছেন।

আজ রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রী মেদভেদেবের সঙ্গে বৈঠক রয়েছে মোদির। গতকাল মায়ানমারে আসিয়ান সম্মেলনে যোগ দেন মোদি। যদিও দশ সদস্যের আসিয়ান গোষ্ঠীর পূর্ণ সদস্য নয় ভারত। তাই আসিয়ান গোল টেবিল বৈঠকের পাশাপাশি প্রতিটি সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রজাকের সঙ্গে বৈঠকের পর মোদি, টুইটারে জানান, 'মেক ইন ইন্ডিয়া'-র পক্ষে সওয়াল করেছি। মালয়েশিয় সংস্থাগুলিকে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছি।

English summary
Obama greets Modi with 'Kem Chho'; Calls him a 'Man of Action'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X