For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামাজিক বৈষম্যের কারণে অনেক বেশি বিপথগামী হয় সমকামী-উভকামীরা, বলছে সমীক্ষা

সামাজিক বৈষম্যের কারণে অনেক বেশি বিপথগামী হয় সমকামী-উভকামীরা, বলছে সমীক্ষা

  • |
Google Oneindia Bengali News

সমকামিতা মানবসভ্যতার ইতিহাসে নতুন কোনও বিষয় নয়। বহু যুগ আগে থেকেই মানুষের বিবর্তনের ইতিহাসে সমকামিতার দৃষ্টান্ত ছিল বলে জানা যায়। তবুও সমকামী-উভকামীতা বা রূপান্তরকামী মানুষদের নিয়ে সমাজে ছুৎমার্গের কোনও অন্ত নেই। এমনকি অনেক দেশই এখনও এই প্রবণতাকে প্রকৃতি বিরুদ্ধ বলে মনে করে। রয়েছে আইন মোতাবেক কড়া শাস্তির বিধানও।

মধ্য বয়সী এবং বয়স্ক সমকামী বা উভকামী ব্যক্তিরাই সর্বাধিক বিপথগামী হন

মধ্য বয়সী এবং বয়স্ক সমকামী বা উভকামী ব্যক্তিরাই সর্বাধিক বিপথগামী হন

আর এর জেরে দিনের পর দিন সামাজিক বৈষম্যের শিকার হয় এই শ্রেণির মানুষেরা। সম্প্রতি একটি গবেষণায় দেখা যাচ্ছে মধ্য বয়সী এবং বয়স্ক সমকামী বা উভকামী ব্যক্তিরা এই সামাজিক বৈষম্যের জেরে অনেক বেশি বিপথগামী হয়। যা বিষমকামী মানুষের থেকে অনেকটাই বেশি। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ গ্লোবাল পাবলিক হেলথের গ্রসম্যান স্কুল অফ মেডিসিন এবং ড্রাগ ব্যবহার এবং এইচআইভি / এইচসিভি গবেষণা কেন্দ্রের (সিডিইউএইচআর) তরফে এই গবেষণা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে।

সামাজিক নিপীড়ন থেকেই জন্ম নেয় মানসিক অস্থিরতা

সামাজিক নিপীড়ন থেকেই জন্ম নেয় মানসিক অস্থিরতা

জার্নাল অব জেনারেল ইন্টারনাল মেডিসিনে সম্প্রতি এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে বলেও জানা যাচ্ছে। এতে আরও দেখা যাচ্ছে এলজিবিটি জনগোষ্ঠীর তরুণ তরুণীদেরও বিষমকামী মানুষদের থেকে মাদকাসক্তির প্রবণতা অনেকটাই বেশি। সমাজের মধ্যে তাদের প্রতি বৈষম্যমূলক ব্যবহার নিপীড়ন এবং একাধিক কলঙ্কের জেরেই তাদের মধ্যে নানা মানসিক অস্থিরতা দেখা যায়। যার ফলে তাদের বিপথগামী হবার প্রবণতা অনেকটাই বেশি বলে জানাচ্ছেন গবেষকেরা।

 মানসিক অস্থিরতার জেরেই মাদকাসক্তির পরিমাণ অনেকটাই বেশি থাকে

মানসিক অস্থিরতার জেরেই মাদকাসক্তির পরিমাণ অনেকটাই বেশি থাকে

পাশাপাশি ওই গবেষণায় ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে ৫০ ব তার বেশি বয়সের সমকামী বা উভকামী মানুষদের মধ্যে মাকদাসক্তি অনেকটাই বেশি। গাঁজা, অ্যালকোহল, কোকেনের যথেষ্ট পরিমাণ ব্যবহার করতে দেখা যায় তাদের। পাশাপাশি মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ওষুধের পাশাপাশি ঘুমের ওষুধ ব্যবহারের প্রবণতাও তাদের মধ্যে অনেকটাই বেশি।

আত্মহত্যার প্রবণতাও অনেক বেশি থাকে

আত্মহত্যার প্রবণতাও অনেক বেশি থাকে

বর্তমানে সমকামী বিরোধী মনোভাব এবং আচরণ মনস্তাত্ত্বিক গবেষণাগুলির একটি নতুন বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের গবেষণাগুলোতে দেখা গেছে সমাজে নারী সমকামীর তুলনায় পুরুষ সমকামীদের প্রতি বৈষম্যমূলক আচরণ অনেক বেশি দেখা যায়। সাধারণত যারা সমকামীদের সাথে ব্যক্তিগত ভাবে পরিচিত নন, সমকামী-বিরোধী মনোভাব মূলত তাদের মধ্যেই সর্বাধিক দেখা যায়। একইসাথে একাধিক গবেষণায় দেখা গেছে বিষমকামীদের তুলনায় সমকামী নারী-পুরুষ অথবা উভকামীদের মধ্যে আত্মহত্যা প্রবণতা অনেকটাই বেশি। পাশাপাশি সমকামী ও উভকামী পুরুষের তুলনায় উভকামী ও সমকামী নারীদের মধ্যে আত্মহত্যার উচ্চ প্রবণতা দেখা যায়।

এগোচ্ছে 'নিসর্গ', উত্তাল আরব সাগর, ১৮৯১-র পর প্রথম বিধ্বংসী ঘূর্ণিঝড়ে মুখোমুখি হতে চলেছে মুম্বইএগোচ্ছে 'নিসর্গ', উত্তাল আরব সাগর, ১৮৯১-র পর প্রথম বিধ্বংসী ঘূর্ণিঝড়ে মুখোমুখি হতে চলেছে মুম্বই

English summary
Homosexuals are much more misguided because of social inequality, a NYU study says,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X