For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোরক্ষপুর উপনির্বাচনে '২৯' সংখ্যাটি প্রাসঙ্গিক হল কীভাবে! নেপথ্যে কোন ঘটনা

গোরক্ষপুর উপনির্বাচনে '২৯' সংখ্যাটি প্রাসঙ্গিক হল কীভাবে! নেপথ্যে কোন ঘটনা

  • |
Google Oneindia Bengali News

পদ্ম শিবিরের বিশালায়তন এলাকা উত্তর প্রদেশ। গোবলয়ে এই রাজ্যে গেরুয়া বিজয় নিশান ওড়ানোটা নেহাত কম কথা ছিল না অমিত শাহদের পক্ষে! তবে উত্তর প্রদেশে একের পর এক ভোট বৈতরণী পার করার পর, দুটি আসনের উপনির্বাচনে যেভাবে ধাক্কা খেয়েছে বিজেপি , তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেশ গুরুত্বপূর্ণ । এই উপনির্বাচনের অন্যতম প্রাসঙ্গিক কেন্দ্র গোরক্ষপুর। যেখানের সাংসদ ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিথত্যনাথ । আর যোগীর গড়ে বিজেপি-কে হারিয়ে সপা-বিএসপি জোটের জয় একটি বড় ঘটনা।

গোরক্ষপুর উপনির্বাচনে ২৯ সংখ্যাটি প্রাসঙ্গিক হল কীভাবে! নেপথ্যে কোন ঘটনা

[আরও পড়ুন:উত্তরপ্রদেশে গড় হারিয়ে কী বললেন যোগী! পাল্টা রণ হুঙ্কার রাহুলের গলায়][আরও পড়ুন:উত্তরপ্রদেশে গড় হারিয়ে কী বললেন যোগী! পাল্টা রণ হুঙ্কার রাহুলের গলায়]

উল্লেখ্য, এই গোরক্ষপুরে বিজেপি-র হার ও সপা-বিএসপি জোটের জয়ের নেপথ্যে একটি সংখ্যা বারা বার উঠে আসছে সামনে, তাহল '২৯' । প্রসঙ্গত, এখানে সপা-বিএসপি জোটের পক্ষে প্রার্থী ছিলেন সমাজবাদীপার্টির প্রবীণ কুমার নিশাদ। যাঁর বয়স ২৯ বছর। শুধু তাই নয়, হিন্দু মঠ কেন্দ্রিক শহর গোরক্ষপুরে বিজেপি-র ২৯ বছরের দাপটকেও এই প্রার্থী গুঁড়িয়ে দিতে পেরেছেন। প্রথমবারের প্রার্থী হিসাবে নিশাদের কাছে এটি একটি বড় জয়, নিঃসন্দেহে।

[আরও পড়ুন:এনডিএ-তে ভাঙন! আরেক রাজ্যের উপনির্বাচনের আগে চরম অস্বস্তিতে বিজেপি][আরও পড়ুন:এনডিএ-তে ভাঙন! আরেক রাজ্যের উপনির্বাচনের আগে চরম অস্বস্তিতে বিজেপি]

১৯৯৮ সাল থেকে গোরক্ষপুরে সাংসদ হিসাবে পর পর ৫ বার জিতে এসেছেন যোগী আদিত্য়নাথ। এলাকার গোরক্ষপুর মঠের প্রধান পুরোহিতও তিনি। ফলে এই এলাকায় পদ্ম শিবিরের দাপট কতটা তা বলার অপেক্ষা রাখে না। তাঁর প্রার্থী হওয়ার আগে থেকেই এই এলাকা বিজেপি-র শক্ত ঘাঁটি ছিল। আর সেখানেই যে অখিলেশ যাদবদের সমাজবাদী পার্টি এভাবে জয় দখল করে নেবে তা সকলকেই অবাক করেছে। সবমিলিয়ে, গণিতে স্নাতক যোগী আদিত্যনাথের গড়ে ইঞ্জিনিয়ার প্রবীণ নিশাদের জয় যতটা বড় খবর, ততটাই বেশি তাৎপর্য পূর্ণ হয়ে ওঠে সংখ্যা ২৯।

English summary
Number 29 Plays a crucial role in Gorakhpur bypoll of Uttarpradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X