১২-১৭ বছর বয়স্কদের জন্য সিরামের করোনা টিকা কোভোভ্যাক্স-কে অনুমোদন দিল এনটিএজিআই
নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে দেশে। তার আগেই ১২ থেকে ১৭ বছর বয়স্কদের জন্য নতুন করোনা টিকা কভোভ্যাক্স অনুমোদন পেল। সিরাম ইনস্টিটিউট এই কোভোভ্যাক্স নামের করোনা ভ্যাকসিনটি বানিয়েছে৷
ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন (এনটিএজিআই) শুক্রবার ১২-১৭ বছর বয়সীদের জন্য সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিড-১৯ ভ্যাকসিন কোভোভ্যাক্সকে অনুমোদন করেছে।

কেন্দ্র সরকারি প্যানেল কোভিড-১৯-এর বিরুদ্ধে ভারতের টিকাদান অভিযানে কোভোভ্যাক্সকো অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এটি ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার জন্য আরেকটি বিকল্প বলে বিবেচিত হয়েছে৷ ভারতে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য টিকাকরণ ১৬ মার্চ থেকে শুরু হয়েছে৷ এ ক্ষেত্রে যে করোনা ভ্যাকসিনটি ব্যবহার করা হচ্ছে সেটি হল বায়োলজিক্যাল ই'স কর্বেভ্যাক্স।
এর আগে, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ২৮ ডিসেম্বর প্রাপ্তবয়স্কদের জরুরী পরিস্থিতিতে এবং ১২ থেকে ১৭ বছর বয়সের শিশুদের ক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষে সীমিত ব্যবহারের জন্য কোভোভ্যাক্সের অনুমোদন দিয়েছিল৷ সিরাম ইনস্টিটিউট সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রককে চিঠি দিয়েছে, ইনোকুলেশন ড্রাইভে কোভোভ্যাক্সের অন্তর্ভুক্তি চেয়েছিল৷
প্রসঙ্গত দেশে করোনা সংক্রমণ বাড়ছে৷ সে কারণেই নতুন করে বিধিনিষেধ ও মাস্ক পরা বাধ্যতামূলক করছে বেশ কয়েকটি রাজ্য৷ রাজধানী শহর দিল্লিতেও করোনা সংক্রমণ ১৫০০ স্পর্শ করেছে। মুম্বই, কেরল সহ বেশ কয়েকটি জায়গায় করোনার এই উর্ধ্বমুখী গতি নতুন করে চিন্তায় ফেলছে বিশেষজ্ঞদের৷ স্বাভাবিকভাবেই এই সময় নতুন একটি ভ্যাকসিন কিছুটা হলেও সাহস যোগাবে৷ সম্প্রতি দেশে করোনায় সংক্রমিত ব্যক্তিদের বড় অংশ ওমিক্রনের বিএ.২ তে সংক্রমিত হয়েছে বলে জানা গিয়েছে৷