For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জইশ হিটলিস্টে অজিত ডোভাল, জঙ্গিদের স্বীকারোক্তিতে চাঞ্চল্য! বাড়ানো হল নিরাপত্তা

Google Oneindia Bengali News

পাকিস্তানের জঙ্গিদের হিটলিস্টে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল? শোনা যাচ্ছে, এটাই নাকি সত্যি৷ সূত্রের খবর, সম্প্রতি নিরাপত্তা বাড়ানো হয়েছে ডোভালের বাড়ি ও অফিসের৷ জইশ-ই-মহম্মদের এক জঙ্গি পাকড়াও হতেই করা হয়েছে এই পদক্ষেপ৷ সূত্রের দাবি, ধৃত ওই জঙ্গি জেরায় জানিয়েছে, পাকিস্তান থেকেই তাকে নির্দেশ দেওয়া হয়েছিল, সর্দার প্য়াটেল ভবন-সহ দিল্লির অত্য়ন্ত স্পর্শকাতর কিছু জায়গায় রেইকি চালাতে৷ মনে করা হচ্ছে, ডোভালের উপর হামলা চালাতেই এই আয়োজন৷

ডোভালের টার্গেট হওয়াটা নতুন কিছু নয়

ডোভালের টার্গেট হওয়াটা নতুন কিছু নয়

তবে ডোভালের টার্গেট হওয়াটা নতুন কিছু নয়৷ ২০১৬ সালে উরিতে সার্জিক্য়াল স্ট্রাইকের পর থেকে পাকিস্তানের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর চক্ষুশূল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা৷ বর্তমানে ভারতের যে কজন ব্য়ক্তি সর্বোচ্চস্তরের নিরাপত্তা পান, তাঁদের অন্য়তম ডোভাল৷ তাঁর উপর হামলার সম্ভাবনার বিষয়টি নিয়ে ওয়াকিবহাল রয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রকও৷

ডোভালের অফিসের রেইকি

ডোভালের অফিসের রেইকি

গত ৬ ফেব্রুয়ারি হিদায়েত-উল্লাহ মালিক নামে শোপিয়ানের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়৷ গোয়েন্দাদের দাবি, জইশের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে হিদায়েতের৷ তাকে জেরা করার সময়েই সামনে আসে একটি ভিডিও-র প্রসঙ্গ৷ তাতে ডোভালের অফিসের রেইকি সংক্রান্ত যাবতীয় তথ্য় রয়েছে৷ দিল্লি ও শ্রীনগরের নিরাপত্তা আধিকারিকরা অন্তত এমনই জানিয়েছেন৷

ধৃত হিদায়েতের বিরুদ্ধে ইউএপিএ-র ধারায় মামলা

ধৃত হিদায়েতের বিরুদ্ধে ইউএপিএ-র ধারায় মামলা

প্রসঙ্গত, ধৃত হিদায়েতের বিরুদ্ধে ইউএপিএ-র ১৮ এবং ২০ নম্বর ধারায় জম্মুর গাংগ্য়াল একটি এফআইআর করা হয়৷ অভিযোগ, জইশেরই একটি শাখা লস্কর-ই-মুস্তাফার প্রধান এই হিদায়েত৷ অনন্তনাগ থেকে তাকে পাকড়াও করা হয়৷ তার কাছ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ৷

ডোভালের নিরাপত্তাব্যবস্থার খুঁটিনাটির ভিডিও রেকর্ড করা হয়

ডোভালের নিরাপত্তাব্যবস্থার খুঁটিনাটির ভিডিও রেকর্ড করা হয়

সূত্রের খবর, জেরায় হিদায়েত জানিয়েছে, ২০১৯ সালের ২৪ মে শ্রীনগর থেকে ইন্ডিগোর বিমানে দিল্লি পৌঁছয় সে৷ ডোভালের অফিস এবং সেখানে সিআফএসএফের নিরাপত্তাব্যবস্থার খুঁটিনাটির ভিডিও রেকর্ডিং করে৷ তারপর হোয়াটসঅ্য়াপে সেই তথ্য পাঠিয়ে দেয় তার পাকিস্তানি হ্য়ান্ডেলারকে৷ যাকে 'ডক্টর' বলেই চেনে হিদায়েত৷ দিল্লিতে রেইকির কাজ সেরে বাসে উপত্য়কায় ফিরে যায় হিদায়েত৷

English summary
NSA Ajit Doval in Jaish hitlist, confession of terrorists results in expansion of security
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X