For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম মন্দির ট্রাস্টের চেয়ারম্যান হতে চলেছেন নৃত্যা গোপাল দাস

রাম মন্দির ট্রাস্টের চেয়ারম্যান হতে চলেছেন নৃত্যা গোপাল দাস

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠনের কথা দুই দিন আগেই সংসদে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ট্রাস্টের ১৫ সদস্যের সম্ভাব্য তালিকাও জানা যায়। সূত্রের খবর, রাম মন্দির ট্রাস্টের চেয়ারম্যান হতে চলেছেন মহন্ত নৃত্যা গোপাল দাস।

রাম মন্দির ট্রাস্টের চেয়ারম্যান হতে চলেছেন নৃত্যা গোপাল দাস

অন্যদিকে গত বছরের ৯ই নভেম্বর বহু প্রতিক্ষিত অযোধ্যা মামলায় রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়ে এই বিবাদের প্রধান কারন হিসাবে উঠে আসা ২.৭৭ একর জমি হিন্দু গোষ্ঠীকে দেওয়ার কথা জানায় সুপ্রিম কোর্ট। পাশাপাশি তা তৈরির জন্য তিনমাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে ট্রাস্ট গঠন করতে হবে বলেও জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। একইসঙ্গে শীর্ষ আদালত জানায়, ১৯৯২ সালে মসজিদ ভাঙা বেআইনি ছিল। তার সপক্ষে মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি বরাদ্দের জন্যে বিজেপি শাসিত কেন্দ্র সরকারকে নির্দেশ দেয় শীর্ষ আদালত। বর্তমানে অযোধ্যা থেকে ২৫ কিলোমিটার দূরে সেই জমি বরাদ্দ করেছে উত্তেরপ্রদেশ সরকার।

এদিকে দীর্ঘদিন থেকে রামমন্দির সপক্ষে যেসমস্ত হিন্দু নেতারা ও বিশ্ব হিন্দু পরিষদের নেতারা লড়াই করেছেন তাদের মধ্যে একটি বৈঠকে নৃত্যা দাসকে এই ট্রাস্টের ওয়ার্কিমং বোর্ডের চেয়ারম্যান করার প্রস্তাব উঠে আসে। গোপন সূত্রে খবর, একই সাথে রামজন্মভূমি নিয়াসের প্রধানের দায়িত্বও সামলাবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি সহ সভাপতি হিসাবে চাম্পত রায়ের নামও উঠে আসে এদিন।

English summary
The plan is to turn Hindu leader Nitya Gopal Das into Ram Temple Trust chairman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X