For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দল ভারী করছেন মোদী, ঘনিষ্ঠ নৃপেন্দ্র মিশ্র ও পিকে মিশ্রকে মন্ত্রিসভায় জুড়লেন প্রধানমন্ত্রী

ডোভালের পর এবার আরও দুই ঘনিষ্ঠকে মন্ত্রিসভায় জায়গা করে দিলেন নরেন্দ্র মোদী। মুখ্যসচিব এবং অতিরিক্ত মুখ্য সচিব পদে নৃপেন্দ্র মিশ্র ও প্রমোদ কুমার মিশ্রকে পুণর্বহাল করলেন তিনি।

Google Oneindia Bengali News

ডোভালের পর এবার আরও দুই ঘনিষ্ঠকে মন্ত্রিসভায় জায়গা করে দিলেন নরেন্দ্র মোদী। মুখ্যসচিব এবং অতিরিক্ত মুখ্য সচিব পদে নৃপেন্দ্র মিশ্র ও প্রমোদ কুমার মিশ্রকে পুণর্বহাল করলেন তিনি।

দল ভারী করছেন মোদী, ঘনিষ্ঠ নৃপেন্দ্র মিশ্র ও পিকে মিশ্রকে মন্ত্রিসভায় জুড়লেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশাসনিক পর্যায়ে বড় বেশি রদবদল করেননি তিনি। নিজের ঘনিষ্ঠ আইএএস অফিসারদেরই পুণর্বহাল করেছেন তিনি।

[আরও পড়ুন: 'রাজ্যে ভয়ানক অরাজকতা', প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জানালেন অধীর চৌধুরী][আরও পড়ুন: 'রাজ্যে ভয়ানক অরাজকতা', প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জানালেন অধীর চৌধুরী]

এই দুই অফিসারকেই মন্ত্রিসভায় পদ দিয়েছেন মোদী। ডোভালের পর্যায়েই মন্ত্রিসভার বিশেষ পদে বসানো হয়েছে তাঁদের। অর্থমন্ত্রকের বিশেষ পদ দেওয়া হয়েছে নৃপেন্দ্র মিশ্রকে। অন্যদিকে ব্যবস্থাপনার কূটনৈতিক পদে দেওয়া হয়েছে।

২০১৯ সালের ৩১ মে শেষ হয়ে গিয়েছিল তাঁদের কর্যকালের মেয়াদ। নৃপেন্দ্র মিশ্র ১৯৬৭ সালের ব্যাচের উত্তর প্রদেশ থেকে পাস করেছিলেন। অন্যদিকে পি কে মিশ্র ১৯৭২ সালের গুজরাত আইএএস ব্যাচ। এই দুই আইএএস অফিসার গত পাঁচ বছর ধরে মোদীর সঙ্গে কাজ করছেন। দুজনের মোদীর ঘনিষ্ঠ বলেই খবর। সেকারণেই পরবর্তী পর্যায়েও মোদী এই দুই বিশ্বস্ত সৈনিকের উপরেই ভরসা করছেন বেশি।

[আরও পড়ুন: অনুপস্থিত রাহুল, অ্যান্টনির নেতৃত্বে কংগ্রেসের কোর কমিটির বৈঠক][আরও পড়ুন: অনুপস্থিত রাহুল, অ্যান্টনির নেতৃত্বে কংগ্রেসের কোর কমিটির বৈঠক]

English summary
Nripendra Misra, PK Mishra to remain PM Modi’s aide with cabinet minister rank
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X