For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়ার মন্ত্রীর বিকিনি পরা ছবি ইন্টারনেটে, মামলা রুজু

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

গোয়া
পানাজি, ৯ জুলাই: গোয়ার এক মন্ত্রীর বিকিনি পরা ছবি ইন্টারনেটে আপলোড করে আইনি ঝামেলায় জড়িয়ে গেলেন এক অনাবাসী ভারতীয়। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে।

কিছুদিন আগে গোয়ার পূর্তমন্ত্রী সুদীন ধাবলিকর বলেছিলেন, "বিকিনি ভারতের সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। তাই গোয়ার সৈকতে বিকিনি নিষিদ্ধ করা উচিত।" তাঁর এই কথা নিয়ে সমালোচনা শুরু হয়। গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর জানিয়ে দেন, গোয়ার ছেলেমেয়েরা ছোটো থেকে বিকিনি দেখেই বড় হয়। তাই বিকিনি নিষিদ্ধ করার কোনও প্রশ্ন নেই।

এর পরই ইন্টারনেটে একটি ছবি দেখা যায়। সেখানে সুদীন ধাবলিকর বিকিনি পরেছেন! এ নিয়ে বিস্তর হইচই শুরু হয়। পুলিশে অভিযোগ জানান মন্ত্রীমশাই। মালুম হয়, ছবিটি আসল নয়। কেউ ফটোশপে তা সম্পাদনা করে ইন্টারনেটে আপলোড করে দিয়েছে। কম্পিউটারের আইপি অ্যাড্রেসের খোঁজ করে দেখা যায়, সেটি আমেরিকার। পুলিশি তদন্তে আরও মালুম হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম সাভিও আলমেইদা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন।

গোয়া পুলিশের ডিএসপি দীনরাজ গোভেকর বলেন, অভিযুক্তের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৬(বি) এবং ৬৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁকে আমেরিকা থেকে গ্রেফতার করে নিয়ে আসা হবে কি না, এই প্রশ্ন অবশ্য এড়িয়ে যান তিনি। শুধু বলেছেন, সাধারণ থানা থেকে মামলাটি পাঠানো হয়েছে সাইবার অপরাধ দমন শাখায়। এ বার যা করার, তারাই করবে। এই ঘটনায় সারা গোয়া জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বলা ভালো, পূর্তমন্ত্রী বিজেপি নেতা নন, মহারাষ্ট্র গোমন্তক পার্টির সদস্য। গোয়ায় এরা বিজেপি-র সহযোগী।

English summary
An NRI uploaded a morphed picture of Goa PWD minister Sudin Dhavalikar. Poilce has registered a case against the accused under Information Technology Act.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X