For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসি সমাজে পার্থক্য তৈরি করছে, নাগরিকপঞ্জী নিয়ে সংসদে কেন্দ্রের বিরুদ্ধে সরব অধীর রঞ্জন

এনআরসি সমাজে পার্থক্য তৈরি করছে, নাগরিকপঞ্জী নিয়ে সংসদে কেন্দ্রের বিরুদ্ধে সরব অধীর রঞ্জন

Google Oneindia Bengali News

লোকসভায় নাগরিকপঞ্জী নিয়ে বিজেপি শাসিত কেন্দ্র সরকারকে বিঁধলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি। বৃহস্পতিবার তিনি কেন্দ্রকে আক্রমণ করে জানান যে, এনআরসি সাম্প্রদায়িক ভিত্তিতে সমাজে পার্থক্য তৈরি করছে।

এনআরসি সমাজে পার্থক্য তৈরি করছে, নাগরিকপঞ্জী নিয়ে সংসদে কেন্দ্রের বিরুদ্ধে সরব অধীর রঞ্জন


অধীর রঞ্জন বলেন, '‌এনআরসির বিষয়টি পক্ষপাতদুষ্ট এবং তা সাম্প্রদায়িক উপায়ে ব্যবহার করা উচিত নয়। যেখানে দেশ বিভিন্ন আর্থিক মন্দায় ডুবে রয়েছে, সেখানে কেন্দ্র সরকার এনআরসির মতো ভিন্ন ভিন্ন উপায়ে দেশকে ভাগ করার চেষ্টা করছে এবং সাধারণ মানুষের দৃষ্টি আসল সমস্যা থেকে ঘুরিয়ে দিচ্ছে। আমি মনে করি সরকার আমাদের সমাজকে নরক বানানোর জন্য সাম্প্রদায়িক ভিত্তিতে বিভক্ত করার চেষ্টা করছে।’‌ পশ্চিমবঙ্গের বহরমপুরের সাংসদ জানান, নাগরিকপঞ্জী নিয়ে স্বচ্ছতা প্রয়োজন সরকারের। তিনি বলেন, '‌এনআরসির অর্থ কী?‌‌ এটা আমাদের দেশে কি প্রভাব ফেলতে পারে?‌‌ এটা কোথা থেকে এসেছে?‌‌ সরকার যখন সংসদে বিষয়টি নিয়ে আসে তখনই সব পরিস্কার করে বলে দেওয়া উচিত ছিল?‌‌’‌

বুধবারই অমিত সাহ রাজ্য সভায় জানিয়েছেন যে ধর্ম নির্বিশেষে এই দেশকে নাগরিকপঞ্জীর অন্তর্ভুক্ত করা হবে এবং তা নাগরিক সংশোধনী বিল থেকে সম্পূর্ণ আলাদা। এ বছরের ৩১ আগস্ট অসমে প্রকাশিত হয় এনআরসি তালিকা। যেখান থেকে বাদ পড়ে প্রায় ১৯ লক্ষের নাম।

রাজ্য সভায় ফের সারোগেসি বিল, সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিরাজ্য সভায় ফের সারোগেসি বিল, সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি

English summary
nrc was making communal difference in the socity adhir ranjan slams centre govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X