For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সব রাজ্যে কি এবার নাগরিক পঞ্জীকরণ! অবৈধ অনুপ্রবেশ নিয়ে নতুন দাবি অসমের মুখ্যমন্ত্রীর

শুধু অসম নয়, সারা দেশের জন্যই অবৈধ অনুপ্রবেশকারীরা একটি সমস্যা। এমনটাই ব্যাখ্যা করে সব রাজ্যে এনআরসি-র দাবিতে সরব হলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।

  • |
Google Oneindia Bengali News

শুধু অসম নয়, সারা দেশের জন্যই অবৈধ অনুপ্রবেশকারীরা একটি সমস্যা। এমনটাই ব্যাখ্যা করে সব রাজ্যে এনআরসি-র দাবিতে সরব হলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।

সব রাজ্যে কি এবার নাগরিক পঞ্জীকরণ! কী মত অসমের মুখ্যমন্ত্রীর

জাতীয় নাগরিক পঞ্জীকরণ নিয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেছেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সারা দেশেই জাতীয় নাগরিকপঞ্জী হওয়া উচিত। এর মাধ্যমেই আমরা আসল ভারতীয়দের রক্ষা করতে পারব।

সেই অনুষ্ঠানেই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সচিব রাম মাধব জানিয়েছেন, এনআরসি-র জন্য তিনটি ধাপ নেওয়া হবে। 'ডিটেক্স, ডিলিট ও ডিপোর্ট'। যার অর্থ 'খোঁজো, ধরো ও ফেরত পাঠাও'। প্রথমে এনআরসি করে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করা হবে। তারপরের ধাপে তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হবে। এবং তৃতীয় ধাপে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে।

প্রসঙ্গত, অসমে এনআরসি-র প্রথম ধাপে ১.৯ কোটি রাজ্যবাসীর নাম ছিল। পরের ধাপে সবমিলিয়ে ২.৮৯ কোটি মানুষের নাম ছিল। মোট জনসংখ্যা ছিল ৩.২৯ কোটি। তার মধ্যে থেকে ৪০ লক্ষের বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে।

অসমই একমাত্র রাজ্যে যেখানে এই জাতীয় নাগরিকপঞ্জী তৈরি হয় ১৯৫১ সালে। এখন তা ২০১৮ সালে এসে আপডেট করা হয়েছে। যার ফলে এত লক্ষ মানুষের নাম বাদ পড়েছে বলে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে।

সর্বানন্দ সোনওয়াল বা বিজেপির যে ভাবনাকে সামনে আনা হচ্ছে তাতে এনআরসি বলবৎ করার চেষ্টা হলে বিভিন্ন রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গে নিঃসন্দহে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে।

English summary
'NRC needs to be implemented in all Indian states', claims Assam CM Sarbananda Sonowal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X