For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসি ইস্যুতে নির্ভুল নথির জন্য সাহায্য়ে এগিয়ে এলো মসজিদ, অন্য ছবি দক্ষিণের রাজ্যে

অসম কয়েক মাস আগেই দেখেছে এনআরসি ঘিরে এক উত্তপ্ত পরিস্থিতি। যার পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন যে সারা দেশে হবে এনআরসি।

  • |
Google Oneindia Bengali News

অসম কয়েক মাস আগেই দেখেছে এনআরসি ঘিরে এক উত্তপ্ত পরিস্থিতি। যার পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন যে সারা দেশে হবে এনআরসি। এরপরই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে উপযুক্ত নথি ঘিরে তৎপরতা। সেরকমই এক শহর বেঙ্গালুরু।

এনআরসি ইস্যুতে নির্ভুল নথির সাহায্য়ে এগিয়ে এলো মসজিদ, অন্য ছবি দক্ষিণের রাজ্যে

কর্ণাটকের বেঙ্গালুরু সহ একাধিক জায়গায় বিভিন্ন মসজিদে এবার নির্ভুল নথিবদ্ধকরণের জন্য সাহায্য করা হচ্ছে। মসজিদের মৌলবীর দাবি, নাম ঘিরে একাধিক জটিসলতা তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গায় 'মহম্মদ ' নাম আদ্যাক্ষরে লিখতে গিয়ে নথিতে ভুল উঠে আসছে। আর এই ভুল সংশোধনেই সাহায্য করছে দক্ষিণ ভারতের মসজিদগুলি।

কর্ণাটকের জামিয়া মসজিদের তরফে জানানো হয়েছে যে, ধর্ম নির্বিশেষে যাঁরাই মসজিদে আসবেন তাঁদেরই সাহায্য করা হবে। শুধুমাত্র নামের নথি যেন সঠিক থাকে। মসজিদের ইমামের দাবি, মানুষ যতই সিক্ষিত হবেন ,ততই কমবে নথিতে ভুলের সংখ্যা। আর এই নথিতে ভুলের সংখ্যা কম করতেই কর্ণাটকের বিভিন্ন মসজিদ উদ্যোগ নিচ্ছে , যাতে এনআরসি ভারতে সুষ্ঠু প্রক্রিয়ায় লাগু হয়ে যায় বাকি রাজ্যগুলিতে। মসজিদের ইমাম বলেন, তিনি দক্ষিণ ভারতের সমস্ত মসজিদে ঘুরেছেন। আর সর্বত্র তিনি নির্দেশ দিয়েছেন যাতে মানুষকে এনআরসির কাজে নথি ঘিরে সাহায্য করা হয়।

অমিত শাহের শিলং সফরের ২ দিন আগে কারফিউ জারি মেঘালয়ে অমিত শাহের শিলং সফরের ২ দিন আগে কারফিউ জারি মেঘালয়ে

English summary
NRC issue, South Indian mosques help citizens to prepare documents .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X