For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসি এফেক্ট! অসমে শানকে গাইতে বাধা, কী বলছেন বাঙালি গায়ক

Singer Shaan heckled during Guwahati, nrc controversy in assam, Shaan heckled in concert in assam, বলিউডের বাঙালি গায়ক শানকে নিয়ে উত্তেজনা তৈরি হল অসমে. বলিউডের বাঙালি গায়ক শানকে হেনস্থা গুয়াহাটিতে

  • |
Google Oneindia Bengali News

বলিউডের বাঙালি গায়ক শানকে নিয়ে উত্তেজনা তৈরি হল অসমের গুয়াহাটিতে। একটি কনসার্টে গাইতে শান সেখানে যান। তবে রবিবার রাতে মাঝপথে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামে দর্শকদের মধ্যে থেকে একজন কাগজের বল ছুড়ে দেন শানের দিকে। যার জেরে শান অনুষ্ঠান কিছুক্ষণের জন্য বন্ধ করে দেন। অভিযুক্তকে চিহ্নিত করা হয়।

এনআরসি এফেক্ট! অসমে শানকে গাইতে বাধা, কী বলছেন বাঙালি গায়ক

শান এতটাই রেগে গিয়েছিলেন যে মাইকে বলে বসেন, যে এটা করেছে তাকে স্টেজে নিয়ে আসা হোক। আপনি যেই হোন না কেন, শিল্পীর দিকে কখনও কিছু ছুড়বেন না। তাদের সম্মান করতে শিখুন।

পরে শান আরও বলেন, আমার প্রবল জ্বর ছিল। অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছিল। তবুও আপনাদের গান শোনাতে এসেছি। এমন যদি প্রত্যুত্তর হয় তাহলে আমি গান শোনাতে রাজি নই।

এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বাংলা গান গাওয়ায় শানকে হেনস্থা হতে হয়েছে বলে অভিযোগ। অসমে এনআরসি-র কারণে কয়েকমাস হল উত্তেজনা চলছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে বাঙালি খেদাও বলে অভিহিত করেছেন। যার ফলে অসমিয়া সমাজের সঙ্গে বাঙালিদের দূরত্ব তৈরি হয়েছে।

এই ঘটনার পরে শান সোশ্যাল মিডিয়ায় নিজের মতো করে বক্তব্য রেখেছেন। সমাজকে ভাগ করার মানসিকতা থেকে দূরে থাকুন যুবসমাজ, সেই বার্তাও দিয়েছেন। পাশাপাশি অসম সফর যে তিনি উপভোগ করেছেন সেটাও জানাতে ভোলেননি শান। তবে এই ঘটনায় ফের একবার জাতীয় নাগরিক পঞ্জীকরণ বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।

English summary
NRC effect! Singer Shaan heckled during Guwahati concert for singing in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X