For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ধাক্কায় কুপোকাত দেশীয় অর্থনীতি, উদ্বেগজনক ভাবে চাকরি কমছে রাজ্য-কেন্দ্র দুই স্তরেই

করোনা সঙ্কটের জেরে চাকরি কমছে রাজ্য-কেন্দ্র দুই স্তরেই, বলছে এনপিএস-র রিপোর্ট

  • |
Google Oneindia Bengali News

করোনা ধাক্কায় কুপোকাত ভারতী অর্থনীতি। দিনে দিনেই বড়ে চলেছে বেকারত্বের পরিমাণ। লকডাউনের প্রথম কয়েক মাসেই গোটা দেশে কাজ হারিয়েছেন প্রায় ১২ কোটির বেশি মানুষ। অসংগঠিত ক্ষেত্রের পাশাপাশি তীব্র মন্দা উৎপাদন থেকে পরিষেবা শিল্পেও। এমতাবস্থায় জাতীয় পেনশন সিস্টেম বা এনপিএস-র রিপোর্টে আরও উদ্বেগের কথা জানা যাচ্ছে বলে খবর।

তলানিতে এসে ঠেকেছে নতুন নিয়োগের পরিমাণও

তলানিতে এসে ঠেকেছে নতুন নিয়োগের পরিমাণও

জাতীয় পেনশন সিস্টেমের ওইব রিপোর্টেই দেখা যাচ্ছে বেসরকারি চাকরি পাশাপাশি করোনা ধাক্কায় বেহাল অবস্থা সরকারি সংস্থাগুলিও। অনেক জায়গাতেই বেতনের পরিমাণ অনিয়মিত হয়ে পড়েছে। পাশাপাশি নতুন নিয়োগের পরিমাণও তলানিতে এসে ঠেকেছে। ওয়াকিবহাল মহলের ধারণা করোনা ধাক্কায় কোষাগারে টান পড়েছে রাজ্য ও কেন্দ্র দুই পক্ষেরই। কমেছে রাজস্ব আদায়ের পরিমাণও। তারই পরোক্ষ প্রভাব পড়ছে চাকরির ক্ষেত্রে।

 চাকরি কমেছে কেন্দ্র-রাজ্য দুই স্তরেই

চাকরি কমেছে কেন্দ্র-রাজ্য দুই স্তরেই

এনপিএস-র রিপোর্ট বলছে রাজ্য-কেন্দ্র দুটি স্তরেই সরকারি চাকরির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমতে শুরু করেছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে কেন্দ্র সরকারের চাকরির ক্ষেত্রে মাসিক নিয়োগের হার আগের বছরের তুলনায় প্রায় ৫০% কমেছে বলে জানা যাচ্ছে। রাজ্য সরকারী চাকরীর ক্ষেত্রে নিয়োগের পরিমাণ ৬০ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে খবর।

 কতজন নাম লেখালেন জাতীয় পেনশন সিস্টেমে?

কতজন নাম লেখালেন জাতীয় পেনশন সিস্টেমে?

এদিকে জাতীয় পেনশন সিস্টেমে (এনপিএস) ২০১৯-২০ অর্থবর্ষে প্রতিমাসে গড়ে নাম লিখিয়েছিল প্রায় ৯ হাজার ৯০০ জন। ২০১৮-১৯ অর্থবর্ষে এই হার চিল ৯২০০। পাশাপাশি ২০১৭-১৮ অর্থবর্ষের সেপ্টেম্বর থেকে মার্চে এই হার ছিল ১১ হাজার। সেখানে ২০২০-২১ অর্থবর্ষে গড়ে এই হার দাড়িয়েছে ৫ হাজার ২৫০। মে-জুলাই ত্রৈমাসিকে এই হার দাঁড়ায় ৩হাজার ৫০০।

শেষ দুই বছরে মোট কর্মসংস্থানের হার কী রকম ?

শেষ দুই বছরে মোট কর্মসংস্থানের হার কী রকম ?

এদিকে ২০২০-২১ অর্থবর্ষে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রতিমাসে গড়ে ২৬ হাজার ১৪৪ জনের কাজের সংস্থান দিয়েছে বলে জানা যাচ্ছে। প্রতি মাসে গড়ে ৪৫ হাজারের কিছু বেশি। সেখানে ২০১৮-১৯ অর্থবর্ষে গোটা দেশে মোট ৫ লক্ষ ২ হাজার ৫০৪ জনের কাজ দিয়েছিল সরকার। যদিও তা ২০১৯-২০ অর্থবর্ষে কমে দাঁড়ায় ৪ লক্ষ ৯৬ হাজারে। প্রতিমাসে গড়ে ৪১ হাজারের বেশি মানুষ কাজ পান এই সময়ে।

 বাবরি মামলায় বেকসুর খালাস সবাই, ষড়যন্ত্রের অভিযোগ খারিজ, রায় ঘোষণা সিবিআই স্পেশাল কোর্টের বাবরি মামলায় বেকসুর খালাস সবাই, ষড়যন্ত্রের অভিযোগ খারিজ, রায় ঘোষণা সিবিআই স্পেশাল কোর্টের

English summary
nps report says coronavirus crisis is causing alarming job losses at both state and central levels
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X