For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনপিআর-এ কি বাবা-মায়ের সম্পর্কে যাবতীয় তথ্য পেশ করতে হবে! কী জানাচ্ছে কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

ন্যাশনাল পপুলেশন রেজিস্টার ঘিরে গোটা দেশে তোলপাড় চলছে। দেশের একাধিক রাজ্যে মোদী সরকারের আনা এই নিয়ম নিয়ে বিরোধিতা শুরু হয়েছে। কেরলের বাম সরকার একধাপ এগিয়ে গিয়ে জানিয়ে দিয়েছে এনপিআর কেরলে হবে না। এই এনপিআর নিয়ে যখন বিভ্রান্তি শুরু হয়েছে, তখন কেন্দ্র এগিয়ে এল একাধিক বক্তব্য় নিয়ে ।

 এনপিআর এ কোন কোন নথি জমা দিতে হবে?

এনপিআর এ কোন কোন নথি জমা দিতে হবে?


কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এদিন এনপিআর নিয়ে বক্তব্য পেশ করেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে এনপিআর-এর তথ্য জমা দিতে গিয়ে বাবা-মা বা অভিভাবকের সমস্ত তথ্য দেওয়া আবশ্যিক নয়। বাবা মায়ের জন্ম সংক্রান্ত তথ্যের অংশ এনপিআর থেকে সরিয়ে দেওয়া না হলেও, সেই কলাম ছেড়ে রেখে দিতে পারেন কেউ।

 কবে থেকে কবে পর্যন্ত চলবে এনপিআর?

কবে থেকে কবে পর্যন্ত চলবে এনপিআর?

এনপিআর-র কর্ম প্রক্রিয়া শুরু হবে আগামী ১ এপ্রিল থেকে। আর দেশ জুড়ে এই প্রক্রিয়ার কাজ চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আর এই প্রক্রিয়া নিয়ে বহু বিভ্রান্তি ছড়িয়েছে। বিশেষত ব্যক্তির বাবা মায়ের পরিচয় দিতে হবে কি না, তা নিয়ে বিভ্রান্তি ছিলই। আর সেই বিভ্রান্তি কাটিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

এনপিআর কী?

এনপিআর কী?

একটি দেশের নাগরিকত্বের বিস্তারিত তথ্যের সংকলন এনপিআর। সিটিজেনশিপ অ্যাক্ট ১৯৫৫ এবং সিটিজেনশিপ রুল ২০১৩ , অনুযায়ী এই প্রক্রিয়া চালু করতে চাইছে সরকার। শেষবার ২০১০ সালে এনপিআর এর আওতায় সরকার তথ্য জমা করেছিল কংগ্রেস শাসিত ইউপিএ সরকারের আমলে। সেই সময় দেশের বাড়ির সংখ্যা অনুযায়ী তথ্য আদায় করা হয়েছিল। তবে এবার রাজ্য ,জেলা,জেলার অংশ, শহর, অঞ্চলের ভিত্তিতে চলবে এই গণনা।

English summary
NPR rules, Centre Tells Details of Parents’ Birth Not Mandatory Question.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X