For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কেন্দ্রের এনপিআর, সিএএ, এনআরসি সমস্তটাই সংযুক্ত,' মুখ খুলেই বিস্ফোরক বাম শাসিত কেরলের পিনারাই বিজয়ন

'কেন্দ্রের এনপিআর, সিএএ, এনআরসি সমস্তটাই সংযুক্ত,' মুখ খুলেই বিস্ফোরক বাম শাসিত কেরলের পিনারাই বিজয়ন

  • |
Google Oneindia Bengali News

বামশাসিত কেরল জুড়ে কেন্দ্রের আনা সিএএ, এনপিআর এবং এনআরসির বিরোধিতা করা হচ্ছে। গোটা রাজ্য জুড়ে চলা এই বিরধিতার আঁচ গিয়ে পড়ে কেরলের বিধানসভাতেও। এবার সেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন সরকারের আনা সিএএ , এনপিআর এবং এনআরসি আসলে সমস্তটাই সংযুক্ত।

 সিএএ-এনপিআর- এনআরসি নিয়ে বক্তব্য়

সিএএ-এনপিআর- এনআরসি নিয়ে বক্তব্য়

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার বহুবার বহু সময়ই ইঙ্গিত দিয়েছে যে এনপিআর, সিএএ, আর এনআরসি একটি যোগসূত্রে গাঁথা। আর সেটা এখন 'ডি লিঙ্ক' করার কোনও মানে হয় না। এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন পিনারাই বিজয়ন।

 বিভাজন ও অর্থনীতির প্রসঙ্গ

বিভাজন ও অর্থনীতির প্রসঙ্গ

এদিন পিনারাই বিজয়ন বলেন, তিনি ও তাঁর দল চায় যে মোদী সরকার বিভাজনের রাজনীতি ছেড়ে এবার 'সবকা সাথ সবকা বিকাশ' এর পথে এগিয়ে যাক। অর্থনীতির দিকে যেন মোদী সরকার মন দেয়। মানুষ যাকে খাবার মুখে পায় , মোদী সরকার সেদিকে মনোনিবেশ করলেই বেশি সুবিধা বলে দাবি করেন পিনারাই বিজয়ন।

 এনপিআর নিয়ে কেরলের বিরোধিতা কী বিপাকে ফেলবে বিজয়নের রাজ্যকে?

এনপিআর নিয়ে কেরলের বিরোধিতা কী বিপাকে ফেলবে বিজয়নের রাজ্যকে?

এনপিআর নিয়ে কেরলই প্রথম রাজ্য যারা বিরোধিতা করেছে। সেই রাজ্যের সমস্ত সরকারী আমলাদের বলা হয়েছে কেন্দ্রের এনপিআর নিয়ে কেউ কোনও সরকারী পদক্ষেপ নিলেই 'শাস্তি' অবধারিত! এমন পরিস্থিতিতে এনপিআর নিয়ে কেরলের অবস্থানে তিনি গর্বিত বলে জানিয়েছেন বিজয়ন। তাঁর ধারণা মোদী সরকারের আনা নিয়মাবলী দেশের সংবিধানকে আঘাত করে।

যদি সিএএ নিয়ে কেন্দ্রের সমর্থনে সুপ্রিম কোর্ট যায়, তাহলে কী হবে?

যদি সিএএ নিয়ে কেন্দ্রের সমর্থনে সুপ্রিম কোর্ট যায়, তাহলে কী হবে?

'কেরলের মানুষ একযোগে বিরোধিতায় নেমেছে সিএএর। এরপর সুপ্রিম কোর্টের বক্তব্য কী হবে তা নিয়ে আমি মন্তব্য করতে চাই না।' এমনই বক্তব্যে নিজের ইঙ্গিত সিএএ নিয়ে স্পষ্ট করেছেন বিজয়ন।

 প্রসঙ্গ সিএএ, মোদী বনাম বিজয়ন

প্রসঙ্গ সিএএ, মোদী বনাম বিজয়ন

প্রধানমন্ত্রী মোদী সংসদে বলেছেন , সিএএ বিরোধিতা একনায়কতন্ত্রের দিকে নিয়ে যাবে। আর সেই বক্তব্যের প্রেক্ষিতে কেরলের মুখ্যমন্ত্রী তথা বাম নেতা বিজয়নের দাবি, এই আন্দোলন যাঁরা করছেন, তাঁরা স্বতঃস্ফূর্ত ও ধর্ম, রাজনীতি নির্বিশেষে করছেন। ফলে এমন আন্দোলনে কেরল নিজের উদ্বেগ প্রকাশ করেছে, যেখানে কেন্দ্র কোনও ব্যবস্থাই নেয়নি বলে দাবি বিজয়নের।

 আজ জিতল কাগজ দেখানোর ধারণা, দিল্লিতে কটাক্ষ আরএসএস নেতা রামলালের আজ জিতল কাগজ দেখানোর ধারণা, দিল্লিতে কটাক্ষ আরএসএস নেতা রামলালের

English summary
NPR, CAA and NRC are inter-linked… futile to de-link them now says Kerala CM .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X