For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেঘালয়ে সরকার গঠনের দৌড়ে ২ আসন পাওয়া বিজেপিও! কীভাবে জেনে নিন

ত্রিপুরা, নাগাল্যান্ড জয়ের পর বিজেপির নজর মেঘালয়েও। ২১ আসন পাওয়া কংগ্রেস রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি করেছে। সূত্রের খবর, ২ আসন পাওয়া রাজ্য বিজেপির দাবি, নতুন সরকারে তাদের অংশীদারি থাকবে।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরা, নাগাল্যান্ড জয়ের পর বিজেপির নজর মেঘালয়েও। ২১ আসন পাওয়া কংগ্রেস রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি করেছে। সূত্রের খবর, ২ আসন পাওয়া রাজ্য বিজেপির দাবি, নতুন সরকারে তাদের অংশীদারি থাকবে। ছয় আসন পাওয়া ইউডিপি জানিয়েছে, তারা সেই রাজনৈতিক গোষ্ঠীকেই সমর্থন করবে, যারা স্থায়ী সরকার দিতে পারবে।

মেঘালয়ে সরকার গঠনের দৌড়ে ২ আসন পাওয়া বিজেপিও

মেঘালয় বিধানসভায় আসন সংখ্যা ৬০। সরকার গঠনের জন্য প্রয়োজন ৩১ টি আসনের। প্রথম বৃহত্তম দল হিসেবে ২১ টি আসন পাওয়া কংগ্রেস ইতিমধ্যেই মেঘালয়ে সরকার গঠনের দাবি জানিয়েছে রাজ্যপালের কাছে। নিরঙ্কুশ গরিষ্ঠতা থেকে তাদের ১০ আসন কম রয়েছে। অন্যদিকে কেন্দ্রে এনডিএ-র অংশীদার হলেও আলাদা ভাবে নির্বাচনে লড়া লোকসভার প্রাক্তন স্পিকার পিএ সাংমার দল এনপিপির আসন সংখ্যা উনিশ। এপিপির নেতৃত্বে রয়েছেন পিএ সাংমার ছেলে কনরাড সাংমা। সরকার গঠনে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ইউডিপি। একসময়ে ইউডিপি বিজেপির নেতৃত্বাধীন নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের অংশীদার ছিল। এনপিপির কাছেও তাদের গ্রহণযোগ্যতা রয়েছে।

তবে ছয় আসন পাওয়া ইউডিপি জানিয়েছে, তারা সেই রাজনৈতিক গোষ্ঠীকেই সমর্থন করবে, যারা স্থায়ী সরকার দিতে পারবে।

বিজেপির তরফে আভাস দেওয়া হয়েছে এনপিপির নেতৃত্বাধীন অকংগ্রেসি সরকারকে তারা সমর্থন করবে।
সূত্রের খবর, ২ আসন পাওয়া রাজ্য বিজেপির দাবি, এনপিপি, ইউডিপি-সসহ একাধিক ছোট দলকে নিয়ে রফা সূত্র তৈরি হয়ে গিয়েছে। সেক্ষেত্রে তাদের হাতে নিরঙ্কুশ গরিষ্ঠতার চেয়ে তিনটি আসন বেশি অর্থাৎ ৩৪টি আসন থাকছে। শনিবার রাতেই বিষয়টি নিয়ে এনপিপি নেতা সাংমা এবং ইউডিপি নেতা ডনকুপার রায়ের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। সরকার গঠনের ব্যাপারে আশাবাদী কনরাড সাংমা জানিয়েছেন, রাজ্যের সাধারণ মানুষ অকংগ্রেসী সরকারের পক্ষে মতপ্রকাশ করেছেন।

যদিও কংগ্রেসও আশা ছাড়তে নারাজ। মেঘালয় কংগ্রেসের সভাপতি ভিনসেন্ট পালা জানিয়েছেন, ৬টি আসন জয়ী ইউডিপি ছাড়াও ৪ টি আসন পাওয়া পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সঙ্গেও কথা চলছে।

তবে বিজেপি-র আগ্রাসী মনোভাবের কাছে কংগ্রেস আদৌ কতটা টিকে থাকতে পারে, এখন সেটাই দেখার।

English summary
NPP and BJP led alliance can from government in Meghalaya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X