For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌করোনা ভাইরাসে আক্রান্তের খবর এবার নিজেই এই ওয়েব পোর্টালে জানাতে পারবেন

‌করোনা ভাইরাসে আক্রান্তের খবর এবার নিজেই এই ওয়েব পোর্টালে জানাতে পারবেন

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এবার আপনি নিজেই সরাসরি স্বাস্থ্য দপ্তরকে জানাতে পারবেন। বুধবার তামিলনাড়ুর রাজ্য স্বাস্থ্য দপ্তর এক ওয়েব পোর্টালের সূচনা করেছে, যেখানে সব ধরনের করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। সেই পোর্টালেই একটা জায়গায় এই সংক্রমণে আক্রান্ত হলে তা নিজেই রিপোর্ট করতে পারবে আক্রান্তরা।

করোনা আক্রান্তরা কিভাবে জানাবেন

করোনা আক্রান্তরা কিভাবে জানাবেন

করোনায় আক্রান্ত হওয়ার তথ্য যদি আপনি জানাতে চান তবে http:stopcoronatn.in-এ যান এবং সেখানে গিয়ে আপনি সম্প্রতি কোথাও সফরে গিয়েছিলেন কিনা বা করোনা ভাইরাসের উপসর্গ সম্পর্কে জানান। এই ওয়েব পোর্টালে গিয়ে ডানদিকে ‘‌সেলফ রিপোর্টিং'‌ বিকল্প রয়েছে, এখানে গিয়ে রেজিস্টার করতে হবে। ব্যবহারকারীর মোবাইল নম্বর ও ওটিপি যাচাইয়ের পরই এখানে রিপোর্ট করার অনুমতি পাওয়া যাবে। এই পোর্টালে কোভিড-১৯-এর সম্পর্কে দরকারি তথ্য, সতর্কতামূলক ব্যবস্থা, কিভাবে ছড়ায় ও অন্যান্য তথ্য পাওয়া যাবে। এছাড়াও চেন্নাইবাসী হেল্পলাইন নম্বরে ফোন করে করোনা সম্পর্কে কোনও প্রশ্ন থাকলে তা করতে পারে।

 ২ লক্ষের কাছাকাছি স্ক্রিনিং করা হয়েছে

২ লক্ষের কাছাকাছি স্ক্রিনিং করা হয়েছে

জনস্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে চেন্নাই, তিরুচি, কোয়েম্বাটোর ও মাদুরাই বিমানবন্দরে প্রায় ১,৮৯,৭৫০ জনকে স্ক্রিনিং করা হয়েছে। এদের মধ্যে ২,৯৮৪ জনকে বাড়ির মধ্যে নজরবন্দী রাখা হয়েছে এবং ৩২ জনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। জনস্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌এখনও পর্যন্ত ২২২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৬৬ জনের রিপোর্ট নেগেটিভ ও দু'‌জনের পজিটিভ বেরিয়েছে। ৫৪ জনের রিপোর্ট আসা এখনও বাকি রয়েছে।'‌

কোভিড–১৯–এর প্রথম ও দ্বিতীয় আক্রান্ত সুস্থ আছেন

কোভিড–১৯–এর প্রথম ও দ্বিতীয় আক্রান্ত সুস্থ আছেন

জানা গিয়েছে, দ্বিতীয় কোভিড-১৯-এর রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ তার রিপোর্ট নেগেটিভ এসেছে এবং তার বাড়িতেই চিকিৎসা চলবে। ওই রোগী ভারতের বাইরে যাননি। সরকারি সূত্রে জানা গিয়েছে যে তিনি কেবল উত্তরপ্রদেশ, দিল্লি ও চেন্নাই গিয়েছিলেন। তিনি কোনও করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন বলেও খবর নেই। সূত্রের খবর, ভারতে করোনা ভাইরাসের সূত্রপাত বাইরের দেশ থেকেই। যদিও এখনও এই সংক্রমণ কোথা থেকে হচ্ছে তার ট্র্যাকিং এখনও শেষ হয়নি সরকারিভাবে। প্রথম কোভিড-১৯-এর রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং দু'‌সপ্তাহ বাড়িতেই পর্যবেক্ষণে থাকবেন।

English summary
To self-report, people can log onto http:stopcoronatn.in and do it if they have a travel history or symptoms of coronavirus.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X