For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধার ছাড়াই এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর পেতে পারবেন

আর বাধ্যতামূলক রইল না আধার কার্ড। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে অথবা নতুন মোবাইল নম্বর নিতে গেলে আধার কার্ডের আর প্রয়োজন হবে না।

Google Oneindia Bengali News

আর বাধ্যতামূলক রইল না আধার কার্ড। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে অথবা নতুন মোবাইল নম্বর নিতে গেলে আধার কার্ডের আর প্রয়োজন হবে না। এমনই বিল পাস হয়ে গিয়েছে রাজ্য সভায়। তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ২৪ জুন বিলটি পেশ করেছিলেন রাজ্যসভায়। গত ২ মার্চ ২০১৯ সালে বিলটির সংশোধনী পেশ করা হয়েছিল।

আধার ছাড়াই এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর পাবেন

কারণ গত কয়েকমাস আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল আধার কার্ডের প্রমাণ পত্র ছাড়া কেউ নতুন মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এর বিরোধিতায় সরব হয়েছিলেন বিরোধীরা। তখন রবি শঙ্কর প্রসাদ দাবি করেছিলেন আধার নম্বরের প্রমাণ পত্রের প্রশংসা করেছে বিল গেটসের মতো লোকেরাও। কাজেই এই নিয়মের পরিবর্তন করা হবে না। তবে সংশোধনী আনা যেতেই পারে। তারপরেই এই সংশোধনী পেশ করা হয়।

রবিশঙ্কর প্রসাদ তখন জানিয়েছিলেন তথ্যের অধিকার আমাদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকারণেই সংশোধনী িবল পেশ করা হচ্ছে।

এর আগে সরকার সবরকম সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার বাধ্যতামূলক করার নির্দেশিকা জারি করেছিল। এই নিয়ে বিরোধীরা সরব হওয়ার পর সেই আইন শিথীল করা হয়। আধার তথ্য ফাঁসের একাধিক ঘটনাও প্রকাশ্যে আসতে শুরু করেছিল। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করে আধার কতটা নিরাপদ। যদিও আধার তথ্য অত্যন্ত সরক্ষিত রয়েছে বলে দাবি করেছিলেন ইউআইডিএআই কর্তৃপক্ষ। এমনকী সরকারি সবরকম কর আদায়ের প্রক্রিয়ায় আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল। পরে বিরোধীদের চাপে পড়ে সেই সব নিয়মে শিথীলতা এসেছে। মোদী-টু সরকারের এই নতুন সংশোধনীতে সুবিধা হবে সাধারণ মানুষের।

English summary
Now people will be able to open bank accounts and get new mobile connection without showing their Aadhaar card
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X