For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদ্বেষের হাত থেকে বাদ রইলেন না নেতাজি! বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত সুভাষচন্দ্রের মূর্তি

শুরুটা হয়েছিল ত্রিপুরাতে লেনিন-এর মূর্তি ভাঙা দিয়ে। এরপর গোটা দেশের বিভিন্ন অংশ চোখের বদলে চোখ উপড়ে ফেলার ঘৃণ্য রাজনীতিতে মেতেছে।

  • |
Google Oneindia Bengali News

শুরুটা হয়েছিল ত্রিপুরাতে লেনিন-এর মূর্তি ভাঙা দিয়ে। এরপর গোটা দেশের বিভিন্ন অংশ চোখের বদলে চোখ উপড়ে ফেলার ঘৃণ্য রাজনীতিতে মেতেছে। দক্ষিণ ভারতে পেরিয়ারের মূর্তি ভাঙা হয়, পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের মূর্তিতে কালি লাগানো হয়, আক্রমণ থেকে ছাড় পায়নি কেরলের গান্ধি মূর্তি। আর এবার এই রাজনৈতিক আক্রমণের শিকার নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি।

বিদ্বেষের হাত থেকে বাদ রইলেন না নেতাজি! বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত সুভাষচন্দ্রের মূর্তি

মধ্যপ্রদেশের জব্বলপুরে, নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি সাদা মূর্তিতে লাল কালি লাগানো হয়েছে। এর কিছুদিন আগেই উত্তর প্রদেশে বাবা সাহেব আম্বেদকরের মূর্তি ভাঙা হয়। কিছুদিন ধরেই এদেশ এক ঘৃণ্য রাজ্যনৈতিক সংস্কৃতির শিকার হয়ে চলেছে। যে সংস্কৃতি আগে দেখেনি এদেশ। মূর্তির বদলে মূর্তিরল ওপর পাল্টা আক্রমণ করে , ভারতীয় রাজনীতি কোন পথের দিশারী হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

এদিকে, দেশ জুড়ে এভাবে মূর্তি ভাঙার তাণ্ডবের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ত্রিপুরাতে লেনিনের মূর্তি ভাঙার তীব্র প্রতিবাদ করেন। তবে এই ঘটনাবলীর পর , রাজনৈতিক প্রবণতা কোনদিকে গিয়ে ঠেকে , সেদিকে নজর দেশের প্রতিটি নাগরিকের।

English summary
Now, Netaji Subhas Chandra Bose's statue defaced in madhay pradesh .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X