For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্মাকে অভিনন্দন নরেন্দ্র মোদীর, দিলেন সহায়তার আশ্বাস

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

জয়া
চেন্নাই, ১৮ মে: তিনি জেতার পরই এআইএডিএমকে সুপ্রিমো তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা চিঠি লিখে অভিনন্দন জানিয়েছিলেন। এবার পাল্টা সৌজন্য দেখিয়ে তাঁকেও অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী। পাশাপাশি আশ্বাস দিলেন, তামিলনাড়ুর উন্নয়নে এনডিএ সরকার সব রকমভাবে সহায়তা দেবে।

কিছুদিন আগেও ওডিশার বিজেডি এবং তামিলনাড়ুর এআইএডিএমকে লাগাতার তোপ দেগেছিল বিজেপি-র বিরুদ্ধে। বিজেপিও পাল্টা বাক্যবাণ শানায়। কিন্তু ভোটের ফলাফল প্রকাশের ঠিক দু'দিন আগে বিজেডি-র তরফে জানানো হয়, তারা শর্ত সাপেক্ষে নরেন্দ্র মোদীকে কেন্দ্রে সমর্থন দিতে তৈরি। বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তাদের সমর্থন নেওয়ার বাধ্যবাধকতা আর নেই ঠিকই, কিন্তু এই সৌজন্যে আপ্লুত নরেন্দ্র মোদী। এদিকে, গত ১৬ মে ভোটের ফল প্রকাশ হওয়ার পর দিনই জয়ললিতা চিঠি লেখেন নরেন্দ্র মোদীকে। বলেন, "ষোড়শ লোকসভা নির্বাচনে বিপুল জয়ে আপনাকে অভিনন্দন জানাই। আপনার নেতৃত্বে কেন্দ্রীয় সরকার খুব ভালো কাজ করবে বলে আশা রাখি।" এর পরই বোঝা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো গোঁ ধরে চলবেন না ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন জয়ললিতা। তিনি রাজ্যের স্বার্থে সব রকম সহযোগিতা করবেন এনডিএ সরকারকে।

এই ইঙ্গিত পড়তে পেরেছেন নরেন্দ্র মোদী। তিনি তাই রবিবার ফোন করেন জয়ললিতাকে। বলেছেন, "তামিলনাড়ুতে আপনার দল দারুণ সাফল্য পেয়েছে। আপনাকে অভিনন্দন। ভারত সরকার তামিলনাড়ু সরকারকে সব রকম সাহায্য দেবে। রাজ্যের উন্নয়নে আমরা বদ্ধপরিকর।" অসমর্থিত সূত্রের খবর, নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানেও হাজির থাকতে পারেন জয়ললিতা।

প্রসঙ্গত, তামিলনাড়ুর ৩৯টি লোকসভা আসনের মধ্যে ৩৭টি পেয়েছে জয়ললিতার এআইএডিএমকে। প্রধান বিরোধী দল ডিএমকে একটিও আসন পায়নি। এর জেরে স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতে গুরুত্ব বেড়ে গিয়েছে জয়ললিতার। এনডিএ-ও তাই তাঁর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। জয়ললিতার এই বিপুল সাফল্যে রাজ্যের রাজনীতিক মানচিত্র থেকে কার্যত হাওয়া হয়ে গিয়েছে ডিএমকে।

English summary
Now Narendra Modi congratulates Jayalalitha, promises cooperation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X