For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জওয়ানদেরও অফিসার পদে নিয়োগে অনুমোদন, সেনায় যুগান্তকারী সিদ্ধান্ত

দক্ষতা, মেধা এবং যোগ্যতা থাকলেও এতদিন জওয়ানরা মেজর জেনারেল বা কর্নেল এরকম একাধিক পদে উঠতে পারতেন না। কারণ জওয়ান এবং অফিসারদের মধ্যে একটি লক্ষ্মণ রেখা কাটা ছিল। সেই গণ্ডী এবার থেকে আর রইল না।

Google Oneindia Bengali News

ঐতিহাসিক সিদ্ধান্তই বলা চলে। সেনাবাহিনীতে পদোন্নতি নিয়ে যে রক্ষণশীলতা দেখানো হয়, তা প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এই সিদ্ধান্তে।

জওয়ানদেরও অফিসার পদে নিয়োগে অনুমোদন, সেনায় যুগান্তকারী সিদ্ধান্ত

দক্ষতা, মেধা এবং যোগ্যতা থাকলেও এতদিন জওয়ানরা মেজর জেনারেল বা কর্নেল এরকম একাধিক পদে উঠতে পারতেন না। কারণ জওয়ান এবং অফিসারদের মধ্যে একটি লক্ষ্মণ রেখা কাটা ছিল। সেই গণ্ডী এবার থেকে আর রইল না। সেনা প্রধান বিপিন রাওয়াত জানিয়েছেন এবার থেকে জওয়ানরাও সেনাবাহিনীর অফিসার পদে উন্নীত হতে পারবেন।

এই পদোন্নতি পেতে গেলে অবশ্য বিশেষ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে তাঁদের। সেজন্য চেন্নাইয়ে তৈরি হবে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি। যেখনে জওয়ানদের অফিসার পদে কাজ করার যোগ্য করে তোলা হবে। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর থেকেই শুরু হবে প্রশিক্ষণ। প্রথম পর্যায়ে প্রায় ২০০ জন জওয়ানকে সেখানে পাঠানো হবে। পাঁচ মাস ধরে সেখানে তাঁরা প্রশিক্ষণ নেবেন।

পরিকল্পনা করা হচ্ছে প্রশিক্ষণের জন্য এক বছর বরাদ্দ করা হবে। তাতে দুটি কোর্স পড়ানো হবে। তার জন্য সেনা অফিসারদের নিয়েই ১০ জনের একটি কোর টিম গঠন করা হয়েছে। সেনা প্রধানের এই সিদ্ধান্তের অবশ্য কারণও রয়েছে।

গত কয়েক বছরে এসএসবি পরীক্ষা দিয়ে যাঁরা অফিসার পদে প্রশিক্ষণের জন্য আসছেন তাঁদের দক্ষতা অনেকাংশেনই তেমন নয়। সেতুলনায় দেখা গিয়েছে জওয়ানদের মধ্যে অনেকেই সেই দক্ষতার অধিকারী। তাই দুইয়ের সমন্বয় ঘটলে দক্ষ অফিসারের সংখ্যা সেনাবাহিনীতে বাড়বে।

English summary
Now jawans can be an army officer, army chief general Bipin Rawat approves new plan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X