For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাকিস্তানের সঙ্গে এবার শুধু পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে' , হুঙ্কার রাজনাথের

'পাকিস্তানের সঙ্গে এবার শুধু পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে'

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরের বুক থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকে পাকিস্তানের বিশ্বের বিভিন্ন দেশের দরজায় কড়া নাড়লেও খালি হাতে ফিরতে হয়েছে ইসলামাবাদকে। শেষমেশ রাষ্ট্রসংঘও কড়া বার্তায় পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। ফলে ভূস্বর্গে অশান্তি তৈরির আঁতুরঘর পাকিস্তানের সন্ত্রাসে মদত প্রসঙ্গে ক্ষুব্ধ গোটা বিশ্ব। এরকম এক পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী চরম তোপ দাগেন ইসলামাবাদের বিরুদ্ধে।

রাজনাথ সিংয়ের বক্তব্য পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে

রাজনাথ সিংয়ের বক্তব্য পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে


রাজনাথ সিংয়ের সাম্প্রতিক এক বক্তব্য নিয়ে 'পরমাণু যুদ্ধে'র প্রসঙ্গ টেনে একাধিক তোপ দাগেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। তবে পাকিস্তানের সেই সমস্ত দাবিকে পাত্তা না দিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, 'জম্মু ও কাশ্মীর থেকে আর্টিক্যাল ৩৭০ তুলে নেওয়া হয়েছে এর উন্নয়নের জন্য। আমাদের প্রতিবেশীরা এরপর থেকে আন্তর্জাতিক মহলের দরজায় দরজায় ঘুরছে, আর বারবার বলছে ভারত ভুল করেছে । পাকিস্তানের সঙ্গে এবার শুধু কথা হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে।'

হরিয়ানা থেকে রাজনাথের হুঙ্কার

হরিয়ানা থেকে রাজনাথের হুঙ্কার

হরিয়ানায় বিজেপির 'জন আশীর্বাদ' সভায় যোগ দিয়ে রাজনাথ সিং কার্যত হুঙ্কারের সুরে বলেন, 'কয়েক দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন ,ভারত বালাকোট হামলার থেকেও কোনও বড় পরিকল্পনা করছে । এটার মানে দাঁড়ায়, পাকিস্তানের প্রধানমন্ত্রীও স্বীকার করে নিচ্ছেন যে বালাকোটে ভারত হামলা করেছিল।'

কাশ্মীর প্রসঙ্গে রাজনাথ

কাশ্মীর প্রসঙ্গে রাজনাথ

এর আগে , দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতের পরমাণু হাতিয়ার নিয়ে 'প্রথম পদক্ষেপ নয়'এর যে নীতি রয়েছে, তা পরিস্থিতির বিচারে পাল্টাতেই পারে। যে বক্তব্যের পর পাকিস্তানের তরফে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধে উস্কানির বার্তা দেওয়া হয়েছে, বলে দাবি করা হচ্ছে।

English summary
Now India will only discuss PoK with Pakistan says Rajnath Singh .He said, "Article 370 was abrogated in J&K for its development. Our neighbour is knocking doors of the international community.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X