For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকিট 'কনফার্মড' হলে এখন থেকে এসএমএস পাঠাবে রেল

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৪ মার্চ: ওয়েটিং লিস্টের টিকিট কেটেছিলেন! ট্রেন ছাড়ার আগে পর্যন্ত বারবার ফোন করছেন বা রেলের ওয়েবসাইট ঘাঁটছেন। টিকিট 'কনফার্মড' হল কি না, জানতে!

এই উদ্বেগের এবার অবসান ঘটল। এখন থেকে আপনার ওয়েটিং লিস্টের টিকিট 'কনফার্মড' হলে এসএমএস চলে আসবে মোবাইলে। আরএসি হলেও পাবেন এসএমএস। সোমবার থেকে এই পরিষেবা চালু করে দিয়েছে ভারতীয় রেল।

রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী জানিয়েছেন, গত ১০ দিন ধরে পরীক্ষামূলক ভিত্তিতে এই পরিষেবা দেওয়া হচ্ছিল। সাফল্য পাওয়া গিয়েছে। তাই দেশ জুড়ে চালু করে দেওয়া হয়েছে পরিষেবাটি। রোজ অন্তত চার লক্ষ মানুষ এর ফলে উপকৃত হবেন।

তিনি আরও জানান, টিকিট কাটার সময় সংশ্লিষ্ট যাত্রী যে মোবাইল নম্বরটি দেবেন, সেই নম্বরে এসএমএস পাঠানো হবে। এ জন্য যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হবে না। ওয়েটিং লিস্টের টিকিট আরএসি হলে যেমন এসএমএস আসবে, তেমনই সেই টিকিট আরএসি থেকে 'কনফার্মড' হয়ে গেলেও মিলবে এসএমএস। রেল কর্তৃপক্ষ এই পরিষেবার নাম দিয়েছে এসএমএস গেটওয়ে সার্ভিস।

রেলওয়ে বোর্ডের সদস্য (ট্রাফিক) ডি পি পাণ্ডে জানান, যে এসএমএস সংশ্লিষ্ট যাত্রীদের পাঠানো হবে, সেখানে শুধু 'কনফার্মড' লেখা থাকবে, তা নয়। কোচ নম্বর এবং বার্থ নম্বরেরও উল্লেখ থাকবে। মোবাইলে মেসেজ এসে যাওয়ায় ট্রেনে ওঠার আগে সংরক্ষণ তালিকা দেখতেও গুঁতোগুঁতি করতে হবে না। দূরপাল্লার যে কোনও মেল, এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে এই পরিষেবা প্রযোজ্য হবে।

English summary
Now get free sms alert after confirmation of wait listed tickets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X